‘নাম কা ওয়াস্তে’ লড়াই শাকিবের, বাংলাদেশকে দুমড়ে দিয়ে সিরিজ জিতলেন বাটলাররা
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভরাডুবির মুখে পড়ে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় তারা। এবারও হারের মুখ দেখতে হয় তামিম ইকবালদের। মীরপুরের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে ১৩২ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ইংল্যান্ড। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে তারা।
শুরুতে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে দুর্দান্ত শতরান করেন জেসন রয়। তিনি ১২৪ বলে দলের হয়ে সব থেকে বেশি ১৩২ রান করে আউট হন। মারেন ১৮টি চার ও ১টি ছক্কা। জেসন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৫৪ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১০৪ বলে।
এছাড়া অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন জোস বাটলার। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন স্যাম কারান ও মইন আলি। কারান ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ৩৫ বলে ৪২ রান করেন মইন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- BAN vs ENG: মাঝব্যাটে লাগল বল, LBW-র জন্য DRS নিয়ে হাসির খোরাক বাংলাদেশ- ভিডিয়ো
এছাড়া ফিল সল্ট ৭, ডেভিড মালান ১১, জেমস ভিনস ৫, উইল জ্যাকস ১ ও আদিল রশিদ অপরাজিত ৬ রান করেন। ১৩ রান আসে অতিরিক্ত হিসেবে। বাংলাদেশের তাস্কিন আহমেদ ৬৬ রানে ৩টি উইকেট নেন। ৭৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ। ৬৪ রান খরচ করে ১টি উইকেট নেন শাকিব আল হাসান। ৫৮ রানে ১ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। উইকেট পাননি মুস্তাফিজুর রহমান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৪.৪ ওভারে ১৯৪ রানে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে একা কিছুটা লড়াই চালান শাকিব। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন। এছাড়া তামিম ইকবাল ৩৫, মাহমুদুল্লাহ ৩২, আফিফ হোসেন ২৩ ও তাস্কিন আহমেদ ২১ রান করেন। খাতা খুলতে পারেননি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমান। মুশফিকুর রহিম ৪, মেহেদি হাসান ৭ ও তাইজুল ১ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- WTC Final Qualification Scenario: সম্ভাবনা রয়েছে ছিটকে যাওয়ার, দেখুন কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত
ইংল্যান্ডের হয়ে স্যাম কারান ২৯ রানে ৪ উইকেট নেন। ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন আদিল রশিদ। ২৭ রানে ১টি উইকেট নিয়েছেন মইন আলি। ম্যাচের সেরা হয়েছেন জেসন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here