নানা রঙের মাস্কও বাঁচাতে পারল না! করোনা আক্রান্ত রাজ কুন্দ্রা, থাবা বিনোদন জগতে
দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। ফের ধীরে ধীরে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। চলতি সপ্তাহের শুরুতে কোভিড আক্রান্তের সংখ্যা দৈনিক দেড় হাজারের ঘরে থাকলেও এখন তা ছুঁয়েছে আড়াই হাজার। বর্তমানে শেষ ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা গত ৫ মাসের হিসেবে সর্বাধিক। এবারে কোভিডে আক্রান্ত হলেন টেলিভিশন তারকা মাহি ভিজ ও বলিউড তারকা শিল্পা শেট্টি স্বামী রাজ কুন্দ্রা।
আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে নওয়াজ ও আলিয়াকে ‘পরামর্শ’ বম্বে হাইকোর্টের, কী বলল ডিভিশন বেঞ্চ
আরও পড়ুন: সাংবাদিককে হেনস্থা, সলমন খানের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ, কী রায় বম্বে হাইকোর্টের
বিনোদন দুনিয়ায় ফের থাবা বসাল কোভিড। কোভিডের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। প্রায়ই অভিনব ধরনের মাস্ক পরে রাজ কুন্দ্রাকে বাইরে দেখা যায়। তবে তাতে বোধহয় বিশেষ লাভ হয়নি। শোনা যাচ্ছে, কোভিড আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ব্যবসায়ী।
অন্যদিকে, কোভিডে ভুগছেন টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। আইসোলেশনের কারণে এখন সন্তানের থেকে দূরে আছেন তিনি। যা খুবই কষ্টের, এমনটাই পোস্টে জানান। সমাজ মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘আমি করোনা আক্রান্ত। আমার সন্তানদের থেকে দূরে থাকা এই সময় মন ভেঙে দেয়, যখন দেখি মেয়ে আমার জন্য কেঁদেই চলেছে। দয়া করে নিজেদের খেয়াল রাখুন। খুব সহজভাবে এই রোগকে নেবেন না।’
আরও পড়ুন: প্রভাসের ‘আদিপুরুষ’-এর পোস্টার দেখে কী বলছেন সকলে? কতটা মন ভরালেন ছবির রাম-সীতা
আরও পড়ুন: শাহরুখকে হারিয়ে দিয়েছেন তিনি, খবর শুনে ফারজি’র রাশি ভেবেছিলেন, পুরোটাই ধাপ্পা
২০১১ সালের টেলিভিশন অভিনেতা জয় ভানুশালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি। তাঁদের মেয়ের নাম তারা। এছাড়া রাজবীর ও খুশি নামে দুই সন্তানকে দত্তকও নিয়েছেন মাহি ও জয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানোর পর সকলেই দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেন। সংবাদমাধ্যমে প্রকাশ, ইতিমধ্যে কিরণ খের, পূজা ভট্টও কোভিডে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। গত কালের তুলনায় সংক্রমণ বেড়েছে অন্তত ৪০ শতাংশ। দৈনিক আক্রান্তের হার ২.৭ শতাংশ। সপ্তাহের নিরিখে সেই হার ছুঁয়েছে ১.৭১ শতাংশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here