‘নাটু নাটুতে নাচছি’ রাজামৌলিকে গোল্ডেন গ্লোবের জন্য শুভেচ্ছাবার্তা শাহরুখের
১০ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান ছবির ট্রেলার। অন্যদিকে আজ, ১১ জানুয়ারি ভারতীয় সিনেমার অন্যতম গর্বের দিন। আরআরআর ছবিটি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেল সেরা অরিজিন্যাল গানের জন্য। আর এরপরই দুই ছবির মূল নায়কের শুভেচ্ছা বিনিময়ের সাক্ষী থাকল গোটা দেশ।
ইতিমধ্যেই পাঠান ছবির ট্রেলার দর্শক থেকে শাহরুখ ভক্তদের মধ্যে ঝড় তুলে দিয়েছে। দুর্দান্ত ভিএফএক্স, টানটান উত্তেজনায় ভরপুর অ্যাকশন দৃশ্য এবং ধামাকেদার ডায়লগে মুগ্ধ ভারতবাসী। টুইটারে তো এখন হ্যাশট্যাগ পাঠান ট্রেলার ট্রেন্ডিংয়ে আছে। শাহরুখ অনুরাগীদের অনেকেরই মতে এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। কারও কারও মতে তো আবার ছবিটি মুক্তি পাওয়ার দিনই নাকি ৫০ কোটির ব্যবসা করে ফেলবে! কিন্তু কী হবে, কী হবে না সেটা পরের কথা। আপাতত সকলেই এই ট্রেলারে মুগ্ধ এটুকু বলা যায়। বেশরম রং গানের বিতর্কও খানিক যেন স্তিমিত।
তবে কেবল সাধারণ মানুষরাই নন, তারকারাও এই ছবির ট্রেলারের প্রশংসা করেছেন। গতকাল আরআরআর খ্যাত রাম চরণ টুইট করে পাঠান ছবির ট্রেলার নিয়ে লেখেন। তারপর পরিচালক এসএস রাজামৌলিও কলম থুড়ি সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন মতামত জানাতে। তিনি ১০ জানুয়ারি রাতেই পাঠান টিমকে শুভেচ্ছা জানান। তিনি তাঁর টুইটে লেখেন, ‘ট্রেলারটা দুর্দান্ত লাগল। কিং ফিরে এসেছে। অনেক ভালোবাসা নিও শাহরুখ খান। পাঠান ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানাই।’
রাজামৌলির এই টুইট রিটুইট করেন স্বয়ং কিং খান। তিনি এই পোস্টটি শেয়ার করে লেখেন, ‘স্যার, আজ সকালটা শুরুই হল একটা ভালো খবর দিয়ে। নাটু নাটু গানে নাচ করতে করতে ঘুম থেকে উঠলাম। আপনার গোল্ডেন গ্লোবসের জয়টা এভাবেই পালন করলাম। আরও আরও অনেক সম্মান পান। ভারতকে আরও অনেক বেশি গৌরবান্বিত করুন।’
এই বিষয়ে উল্লেখযোগ্য প্রায় এক দশকের বেশি সময়ের পর ফের গোল্ডেন গ্লোবস পুরস্কার এল ভারতে। স্লামডগ মিলিয়নিয়ার ছবির পর আরআরআর পেল। এই ছবির নাটু নাটু গানটি সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পায়। এই বিভাগে এটাই প্রথম পুরস্কার। আর স্বাভাবিকভাবে এই জয়ের পর দারুন উচ্ছ্বসিত এই ছবির গোটা টিম।
For all the latest entertainment News Click Here