নাটকীয় ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে AFC Cup-এর জন্য যোগ্যতা অর্জন করল মোহনবাগান
শুভব্রত মুখার্জি: কয়েক দিন আগেই গোকুলাম কেরালাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি কাপে যোগ্যতা অর্জন করেছিল ওড়িশা এফসি। ক্লিফোর্ড মিরান্ডার দলের পরে এ বার দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এএফসি কাপের জন্য যোগ্যতা অর্জন করল মোহনবাগানও। কোঝিকোড়ে এ দিন ২০২১-২২-এর আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসিকে হারিয়ে এএফসি কাপের জন্য যোগ্যতা অর্জন করে নিল মোহনবাগান। এ দিনের ম্যাচে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নিতে হল মেরিনার্সদের। বলা যায়, রীতিমতো রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এএফসি কাপে যোগ্যতা অর্জন করল মোহনবাগান।
চলতি মরশুমে তৃতীয় বার মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। কারণ নির্ধারিত সময়ে কোনও ফল হল না। এ দিনও দুই দলের ফারাক গড়ে দিল পেনাল্টি শুট আউট। টাইব্রেকারে শেষ পর্যন্ত ৩-১-এ অনবদ্য জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। ফলে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করল জুয়ান ফেরান্দোর টিম। এএফসি কাপের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। অবশেষে টাইব্রেকারে জিতে শেষ হাসি হাসল আইএসএল চ্যাম্পিয়ন কলকাতার দল।
প্রসঙ্গত সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে পারেনি মোহনবাগান। ফলে তাদের ফোকাস ছিল এএফসি কাপের যোগ্যতা অর্জন। স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসের গোলে আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান এগিয়ে যায়। কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে লিড নেয় তারা। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন পেত্রাতোস। ম্যাচের শুরু থেকে দাপট ছিল হায়দরাবাদ এফসির। তবে খেলার গতির বিপরীতে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। হুগো বৌমাস দ্রুততার সঙ্গে বক্সে স্কোয়ার পাস করেন। সেখান থেকে গোল করতে ভুল করেননি দিমিত্রি পেত্রাতোস।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে সমতা ফেরান জোয়েল চাইনিজ। ১-১ স্কোরেই বিরতিতে যায় দুই দল। নির্ধারিত সময়েও স্কোর লাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই রেফারির সঙ্গে ঝামেলায় জড়ান হায়দরাবাদের কোচ। তাঁকে লালকার্ড দেখানো হয়। এর পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ছন্দপতন হয় হায়দরাবাদের। অনেকটা আইএসএলের সেমিফাইনালের ধাঁচে টাইব্রেকারে ৩-১ ফলে জিতে এএফসি কাপের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় মোহনবাগান।
For all the latest Sports News Click Here