নাচ মানেই হৃতিক, নব্বইয়ে বড় হওয়া তরুণদের মতো কোহলিও মজেছিলেন ‘কহো না প্যায়ার’-এ
হৃতিকের নাচ বলুন বা গুড লুকস- যে কারণেই হোক এই অভিনেতার যে বহু ভক্ত দেশে বিদেশে ছড়িয়ে আছে সেটা বলাই বাহুল্য। ৯০ -এর দশকে যখন ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিটি মুক্তি পায় তখন এই তরুণ, নবাগত নায়কের রূপ, নাচ এবং অভিনয়ের জাদুতে ভেসে গিয়েছিল ভারতের বহু কিশোর, কিশোরীরা। আপামর ভারতবাসীর ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি। যদিও তখন ক্রাশ শব্দটি প্রচলিত হয়নি। ওই পছন্দের নায়কের তকমা সহজেই পেয়ে গিয়েছিলেন। আর তার থেকে বাদ যাননি ভারতের স্টার ক্রিকেটার বিরাট কোহলিও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান ছোটবেলায় তাঁর সব থেকে পছন্দের মানুষ ছিলেন হৃতিক রোশন। এই অভিনেতার নাচে তিনি দারুণ মুগ্ধ হয়েছিলেন বলেও জানান। একই সঙ্গে বলেন এখন তিনি বোঝেন কেন ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পাওয়ার পরপরই হৃতিককে নয় তখন অমন উন্মাদনা তৈরি হয়েছিল দেশবাসীর মধ্যে।
বিরাট সেই সাক্ষাৎকারে আরও বলেন যে ‘কহো না প্যায়ার হ্যায় ছবিটি একটি ক্লাসিক ছবি ছিল। আমি হৃতিকের নাচ দেখে পাগল হয়ে গিয়েছিলাম সেই সময়।’
এটা আর বলার অপেক্ষা রাখে না যে যখন ২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পায় তখন এক প্রকার রাতারাতি স্টারে পরিণত হয়েছিলেন রাকেশ রোশনের পুত্র হৃতিক। গোটা দেশে শুরু হয় তাঁকে নিয়ে চর্চা। হৃতিক ম্যানিয়ায় আক্রান্ত হয় গোটা দেশ। এখনও তিনি বিশ্বের অন্যতম বিত্তশালী তারকা এবং কাঙ্খিত পুরুষের একজন। এই ছবিতে তাঁর বিপরীতে ডেবিউ করেন আমিশা প্যাটেল।
প্রসঙ্গত আগামীতে হৃতিক রোশনকে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সেই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির ‘এক পল কা জিনা’ গানটি ভিকি কৌশলের সঙ্গে নেচে রীতিমত তাক লাগিয়ে দেন হৃতিক। সেই ভিডিয়োটিও দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
For all the latest entertainment News Click Here