‘নাগকন্যা’ সুস্মিতার জীবনে খুশির জোয়ার, নতুন গাড়ি কিনলেন ‘পঞ্চমী’! দাম কত?
‘বৌমা একঘর’-এর ব্যর্থতা কাটিয়ে সদ্য টেলিভিশনের পর্দায় ফিরেছেন সুস্মিতা দে। তাও আবার ‘নাগকন্যা’ রূপে। স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালে ইচ্ছাধারী নাগিন হিসাবে দেখা যাচ্ছে ‘অপরাজিতা অপু’ খ্যাত নায়িকাকে। চলতি সপ্তাহেই শুরু হয়েছে এই মেগা, আর সিরিয়াল শুরু হতে না হতেই দারুণ খুশির খবর দিলেন অভিনেত্রী।
সুস্মিতার জীবনে এখন খুশির জোয়ার! কারণ? তাঁর পরিবারে এসেছে নতুন সদস্য। নিজের কষ্টার্জিত টাকায় গাড়ি কিনলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুস্মিতা। লাল-কালো রঙা মারুতি সুজুকি s-presso সিরিজের গাড়ি কিনেছেন সুস্মিতা। নতুন গাড়ির সামনে পোজ দিয়ে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘পঞ্চমী’। আর ক্যাপশনে লেখেন, ‘আমার সবচেয়ে খুশির দিন’।
পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের ঝড়। ‘দীপু’ রোহন থেকে তাঁর বর্তমান নায়ক রাজদীপ কেউ পিছিয়ে নেই। অভিনেতা রাজদীপ গুপ্ত লেখেন, ‘আরে সাবাশ….কাল তো পার্টি হবে’। রোহন ভট্টাচার্য লেখেন, ‘তোর জন্য খুব খুশি। অনেক অভিনন্দন’। ফ্যানেরাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সুস্মিতাকে।
বাবা-মা এবং নিজের মনের মানুষ অনির্বাণ রায়কে সঙ্গে নিয়েই গাড়ি কিনতে গিয়েছিলেন সুস্মিতা। সেই মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা সুস্মিতা। দীর্ঘদিন ধরে অনির্বাণের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা। বিজ্ঞাপন ও মার্কেটিং-এর জগতের মানুষ অনির্বাণ।
মেয়ে গাড়ি কেনার পর রীতিমতো নিয়ম মেনে পুজো করলেন সুস্মিতার মা, অনির্বাণের হাতে নারকেল ফাটিয়ে হল শুভারম্ভ। অভিনেত্রীর চোখেমুখে ছিল উচ্ছ্বাস। সুজুকির এই ব্র্যান্ডের গাড়ির বাজারদর শুরু ৪.২৫ লক্ষ টাকা থেকে, তবে মডেল এবং স্পেসিফিকেশন ভেদে দামের তারতম্য হয়। মোটামুটি মারুতি সুজুকি s-presso সিরিজের গাড়ির দাম ৪.২৫ থেকে ৯ লক্ষ টাকা।
গত সোমবার থেকে ‘মাধবীলতা’র জায়গায় সম্প্রচারিত হচ্ছে ‘পঞ্চমী’। রূপকথা আর ভক্তির মেলবন্ধন উঠে আসবে এই সিরিয়ালে, জানিয়েছেন কাহিনিকার সাহানা দত্ত। এই সিরিয়ালের সঙ্গে ৬ বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন রাজদীপ। সুস্মিতার সঙ্গে তাঁর জুটি দর্শক কতটা পছন্দ করবে সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here