নাইটদের হয়ে ভালো পারফরম্যান্স করেই শেষ বিশ্বকাপ খেলতে চান উমেশ
সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেন উমেশ যাদব। বিশেষ করে ইন্দোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ভারতীয় টেস্ট দলে জায়গা হলেও ওডিআই বা টি-টোয়েন্টিতে তাঁর জায়গা হয় না। ফের ভারতের জার্সি গায়ে ওডিআই দলে কামব্যাক করতে চান উমেশ। এই শপথ নিয়েই কেকেআরের হয়ে মাঠে নামছেন ভারতীয় এই পেসার। সেই সঙ্গে তিনি এও জানিয়ে রাখলেন, যদি অসন্ন ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ পান, তাহলে সেটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ।
এই মরশুমে নাইটদের বোলিং লাইনআপে গুরু দায়িত্ব পালন করতে হবে উমেশকে। ফলে তাঁর কাছে জাতীয় দলে কামব্যাক করার একটা সুযোগ রয়েছে। এক সাক্ষাৎকারে উমেশ বলেন, ‘এবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফলে আমি চেষ্টা করব যাতে এই বিশ্বকাপে আমি অংশ নিতে পারি। কারণ এরপর ওডিআই বিশ্বকাপ আবার চার বছর পর হবে। ফলে সেই বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা নেই। তাই আমি চাইব শেষবার ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে নামতে।’
এই মুহূর্তে ওডিআই দলে সুযোগ সেই ভাবে পান না উমেশ। সেই দিকও মাথায় রেখেছেন তিনি। উমেশ বলেন, ‘এবারের আইপিএল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেকেআর যে সুযোগটা আমায় দিয়েছে তার মর্যাদা রাখতেই হবে। ফলে দায়িত্ব নিয়ে আমাকে খেলতে হবে। সমর্থক থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি আমার দিকে তাকিয়ে থাকবে। ফলে আমাকে নিজের দায়িত্ব পালন করতেই হবে। সেই সঙ্গে কেকেআরের হয়ে ভালো খেলে জাতীয় দলে কামব্যাক করতে চাই আমি।’
একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন উমেশ। কিন্তু বর্তমানে সাদা বলের ক্রিকেটে তেমন ভাবে দেখা যায় না। ফলে জাতীয় দলে কামব্যাক যে বেশ কঠিন হবে, তা মেনে নিয়েছেন নাইটদের এই পেসার। কেকেআরের এই পেসার বলেন, ‘ওডিআইতে কামব্য়াক করা মোটেই সহজ হবে না আমার। কারণ অনেকেই এখন ভালো খেলছে। ফলে সবাই চাইবে বিশ্বকাপে খেলতে। আমিও তাই চাই। তবে আমি এই নিয়ে বেশি কিছু ভাবতে চাই না। মন দিয়ে খেলে যেতে চাই এবং নিজের ফর্ম বজায় রাখতে চাই। যাতে কোনও চাপ আমার পারফরম্যান্সে ব্যঘাত না ঘটায়।’
For all the latest Sports News Click Here