নয়া সহকারী কোচ ঘোষণা টাইগারদের, প্রোটিয়া নিক পোথাসকে আনা হল নয়া দায়িত্বে
শুভব্রত মুখার্জি: বছর শেষে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ভারতীয় উপমহাদেশে যেহেতু এই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ফলে এই বিশ্বকাপে ভালো ফল করার লক্ষ্যে মুখিয়ে রয়েছে এশিয়ার দেশগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। আর সেই লক্ষ্যেই এ বার নিজেদেরকে গুছিয়ে নিতে শুরু করেছে টাইগার বাহিনী। ফলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতন ক্রিকেট খেলিয়ে দেশের হয়ে কোচ হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার নিক পোথাসকে নয়া দায়িত্বে নিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির তরফে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে নিক পোথাসকে।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে শাকিবদের ব্যাট করতেই হল, তবে ৩ বছর পর ঘরের মাঠে টেস্ট জয় বাংলাদেশের
প্রসঙ্গত, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন নিক পোথাস। ফলে টাইগারদের বিষয়ে তাঁর যে একটা স্বচ্ছ ধারণা রয়েছে তা বলাই যায়। এ বার তিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই কিপার-ব্যাটারকে ঘিরে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে ফেরানোর সময়েই তাঁর একজন সহকারি কোচ নিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। প্রায় দু’মাস পর সেই ঘোষণা মতো এ বার করা হল কাজও। ঘোষণা করা হয়েছে সেই নয়া কোচের নাম। দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছে পোথাসকে। ইংল্যান্ডের চেমসফোর্ডে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে টাইগাররা। সেখানেই কাজ শুরু করবেন ৪৯ বছর বয়সি এই প্রোটিয়া কোচ।
আরও পড়ুন: প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই IPL-এ সুয়াশ জাদু ‘চল গ্যায়া’,কে এই রানার শহরের তরুণ?
নতুন দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে পোথাস জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া আমার কাছে সম্মানের। বাংলাদেশের ক্রিকেটে রয়েছে প্রতিভার ছড়াছড়ি। তাদের গভীরতা ও অসাধারণ। বিশ্বাস করি, আমাদের সামনে রোমাঞ্চকর কয়েকটা বছর অপেক্ষা করে রয়েছে।’ উল্লেখ্য কোচিংয়ে এক দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে পোথাসের। ২০১২ সালে গার্নজি ক্রিকেট বোর্ডের ক্রিটে পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০১৬ সালে তিনি শ্রীলঙ্কার ফিল্ডিং কোচের দায়িত্ব নেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব ও পালন করেন পোথাস। পরবর্তীতে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যোগ দেন ওয়েস্ট ইন্ডিজে। ২০১৮ সালে কিছু দিন ক্যারিবিয়ানদের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলান তিনি।
For all the latest Sports News Click Here