নয়া অধিনায়কের হাত ধরে কি নয়া শুরু করতে পারবে KKR? একনজরে নাইট শক্তি, দুর্বলতা
শুভব্রত মুখার্জি
আসন্ন মরশুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স দল তাদের একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল। ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিকদের এবার আর কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে না। নিলামে তারা ১২.২৫ কোটি টাকা খরচ করে নবীন প্রতিভাবান ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়েছে। তাঁকে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্বও।পাশাপাশি এক কোটি টাকার বিনিময়ে টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক তথা সিনিয়র টেস্ট ব্যাটার অজিঙ্কা রাহানেকে নেওয়া হয়েছে দলে। ৬০ লাখ টাকায় শেল্ডন জ্যাকসন এবং ২ কোটি টাকায় ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটার স্যাম বিলিংসকেও দলে নেওয়া হয়েছে। নতুন অধিনায়কের অধিনায়কত্বে কেকেআর তাদের ইতিহাসে তৃতীয় শিরোপা জয়ের অভিযান শুরুর আগন একনজরে দেখে নেওয়া, যাক দলের শক্তি, দুর্বলতার জায়গাগুলো –
১) শক্তি :-
বেঙ্গালুরুতে নিলাম শেষ হওয়ার দিনকয়েকের মাথায় শ্রেয়স আইয়ারকে অধিনায়ক ঘোষণা করা হয় টিম ম্যানেজমেন্টের তরফে। দিল্লির হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা তো রয়েছে। সারা ভারতীয় সিনিয়র টেস্ট দলের হয়ে ব্যাট হাতেও রয়েছেন যথেষ্ট ভালো ফর্মে আছেন। ফলে অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স এবং ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স দলের অন্যতম শক্তি। ২০২০ সালে তাঁর অধিনায়কত্বেই ফাইনালে গিয়েছিল দিল্লি দল। এছাড়াও এবার তাদের ব্যাটিংয়ে রয়েছে অভিজ্ঞতা এবং আক্রমনাত্মক ব্যাটারদের মিশ্রণ। আইয়ারের পাশাপাশি রাহানে, স্যাম বিলিংসদের উপরও কেকেআর ভরসা রাখছে এই মরশুমে ভাল ফল করতে। সুতরাং বলাই যায় ব্যাটিং অন্যতম শক্তি।
২) দুর্বলতা :-
অভিজ্ঞ ফুলটাইম উইকেটরক্ষকের উপস্থিতি দলের সমস্যার কারণ হতে পারে। দীনেশ কার্তিকের অনুপস্থিতিতে স্যাম বিলিংস এবং শেলডন জ্যাকসনকে নেওয়া হলেও তাঁরা কেউ নিয়মিত কিপার নন। শেলডন সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত খেললেও এখনও অ্যানক্যাপড ক্রিকেটার। অপরদিকে জনি বেয়ারস্টো, জস বাটলারের উপস্থিতিতে স্যাম বিলিংসও নিয়মিত কিপার নন। ফলে এই জায়গাটা কেকেআরের দুর্বলতার জায়গা হতে পারে।
৩) সুযোগ :-
ওপেনার হিসেবে অ্যারন ফিঞ্চকে ব্যবহার করতে পারে। তিনি কেকেআরের হয়ে ভালো শুরু করে দিতে পারলে ম্যাচের রংটাই বদলে যেতে পারে। মাত্র ১.৫ কোটি টাকায় তাঁকে দলে নেওয়া মাস্টারস্ট্রোক হতে পারে কেকেআরের। ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ার এবং ফিঞ্চের জুটি বিপক্ষের বোলারদের ত্রাস হতে পারে। যদিও প্রথম কয়েকটি ম্যাচে তাঁদের পাওয়া যাবে না।
৪) বিপদ :-
দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট আঘাত দলের জন্য সবথেকে বিপদের জায়গা। এবারে কেকেআরের দলে বেশ ভালো ভারসাম্য রয়েছে। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট-আঘাত হলে ভাল পরিবর্ত ক্রিকেটারের অভাব ঘটতে পারে। যাদের মধ্যে সবথেকে বেশি চোটপ্রবণ আন্দ্রে রাসেল,সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।
∆ একনজরে কেকেআর স্কোয়াড :-
শ্রেয়স আইয়ার
অজিঙ্কা রাহানে
আন্দ্রে রাসেল
সুনীল নারিন
বরুণ চক্রবর্তী
ভেঙ্কটেশ আইয়ার
শিবম মাভি
রিঙ্কু সিং
চামিকা করুণারত্নে
শেলডন জ্যাকসন
স্যাম বিলিংস
মহম্মদ নবি
টিম সাউদি
রাশিক দার
প্যাট কামিন্স
উমেশ যাদব
নীতিশ রানা
অনুকূল রয়
অ্যারন ফিঞ্চ
রমেশ কুমার
আমন খান
বাবা ইন্দ্রজিৎ
অশোক শর্মা
প্রথম সিং
For all the latest Sports News Click Here