নভেম্বরের এই দিনেই হবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে, জানালেন বুম্বাদা নিজেই
টলিউডের সবচেয়ে সফল জুটি বললেই হয়তো অনেকের চোখে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর মুখখানা। মাঝে বেশ কিছুবছর কাজ করেননি দুজনে এসকঙ্গে। যা খুব মিস করেছিল ভক্তরা। তবে তাঁরা ফিরেছেন প্রাক্তন দিয়ে। এখন তো বিয়েটাও হচ্ছে।
যদিও এই বিয়ে রিয়েল লাইফের না, রিল লাইফের। ছবির নাম প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। ২৫ নভেম্বর ২০২২ সালে আসবে ছবিখানা। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ছবির। একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করা হয়েছে সোশ্যালে। আর সেখানে এক পুরুষ কণ্ঠ বলছে, ‘বাবা আসছে নতুন সিনেমা, আসছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। পরিচালনায় সম্রাট শর্মা। আরও পড়ুন: করতেন ঠিকার কাজ, DID Super Moms জিতে চমকে দিলেন বর্ষা, কী পেলেন পুরস্কারে?
‘জাতীয় সিনেমা দিবস’-এর দিন একটা ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রসেনজিৎযেখানে তাঁকে দেখা গিয়েছিল ‘ঋতু ঋতু’ করে চিৎকার করতে। যা শুনে অভিনেত্রী তো বলেই বসেন, ‘ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের ডেট…. কী আজেবাজে বকছো?’ এরপর প্রসেনজিৎ-এর সংযোজন ‘আমাদের বিয়ের কথা থোড়াই বলছি… ওই যে ভিতরে…’ আরও পড়ুন: আদুর গায়ে হলুদ বেনারসি, শ্যামলা রঙে ভূবন ভোলালেন সোহিনী! শাড়ির দাম কত জানেন?
প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতা ‘প্রাক্তন’-এর সঙ্গে কামব্যাক করেছিল এই হিট জুটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে (২০১৮) একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিন আসে এই ছবির ঘোষণা। প্রথম জানান, এবার সিনেমায় সত্যিকারের (মানে গল্পে আর কী) ঋতু-প্রসেনজিতের বিয়ে হবে। আসলে কয়েকদশক ধরে টলিউডে পরপর কাজ করেছিলেন তাঁরা। পরবর্তীতে কিছু মনোমালিন্য তাঁদের দূরে ঠেলে দিয়েছিল একে-অপরের থেকে। তবে সেসব কাটিয়ে ফের একসঙ্গে তাঁরা, এটাই তো বড় কথা। আর যারা মনে মনে এতদিন ভেবেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়েটা হলে ভালোই হত, তাঁদের কিন্তু এই সিনেমা দেখতেই হবে।
For all the latest entertainment News Click Here