নবনীতার পরকীয়ার গুঞ্জনের মাঝে ‘বিশ্বাস ভঙ্গ’-র কথা জিতুর মুখে! বাড়ল ফিসফাস
আইনি বিয়েটা টিকে থাকলেও, মাসখানেক ধরে একে-অপরের থেকে আলাদাই রয়েছেন নবনীতা দাস আর জিতু কমল। যবে থেকে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা বলেছেন নবনীতা, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট এসে চলেছে দু তরফ থেকেই।
এরই মাঝে নতুন ফিসফিসানি শুরু হয়েছে টলিপাড়ায়। স্নেহাল অধিকারীর সঙ্গে নাম জড়িয়েছে নবনীতার। এই ব্যক্তির কারণেই নাকি জিতুর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নবনীতার। আর এই ‘ঘনিষ্ঠতা’র খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় সোশ্যালমিডিয়া।
যদিও এই ডিভোর্সের ঘোষণা হওয়ার পর জিতুর সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীর। যা নিয়ে ফেসবুক লাইভে এসে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নবনীতা। সাফ জানিয়েছিলেন, তাঁদের বিচ্ছেদে হাত নেই কোনও তৃতীয় ব্যক্তির। দুজনের সম্মতিতেই ডিভোর্স। নবনীতা সেই সময় সাফ জানিয়ে দেন, শ্রাবন্তীর সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। শুধু শুধু যাতে টেনে এনে অপমান করা না হয়।
তবে আশ্চর্যজনক ভাবে নবনীতার ‘পরকীয়া’র অভিযোগ উঠতে চুপ জিতু। যদিও মুখ না খুললেও আশ্চর্যজনক ভাবে ইনস্টাগ্রামে দিলেন বিশ্বাস ভাঙার ইঙ্গিত। তাহলে কি, তিনিও ঘুরিয়ে নবনীতার দিকেই আঙুল তুললেন?
জিতুর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে বালির বানানো প্রাসাদ। যার উপরে লেখা ‘বিশ্বাস’। আর উঠেছে সমুদ্রের ঢেউ। যাতে লেখা আছে ‘একটা মিথ্যে’। তাহলে কি ‘বিশ্বাসভঙ্গ’-এর যে সমালোচনার ঝড় ফিসফিসানি-র আকার নিয়েছে টলিপাড়ায়, সেটাই সত্যি?
এদিকে, জিতু সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, ‘আমি আমার স্ত্রী নবনীতার ব্যাপারে কোনও বদনাম করবও না আর শুনবও না। এখনও কিন্তু আমাদের আইনি বিচ্ছেদটা হয়নি।’
প্রসঙ্গত, ২৯ জুন বিয়ে ভাঙার পোস্ট এসেছিল নবনীতার থেকে প্রথম ফেসবুকে। সেই সময় ‘বিয়ের ফুল’ অভিনেত্রী লেখেন, ‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থেকো জিতু কমল।’
‘অর্ধাঙ্গিনী’ (২০১৮) ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল জিতু আর নবনীতার। সেইসময় নবনীতাই বিয়ের জন্য প্রপোজ করেছিল জিতুকে। জবাবে জিতু বলেছিলেন, ‘তুই তো বাচ্চা মেয়ে, তোকে কী বিয়ে করব’। পর্দার ঈশ্বরী-আয়ুশ প্রেম গড়ায় বাস্তবেও। তারপর বলা যায় চট মঙ্গনি, পট বিয়ে। ২০১৯ সালের ৬মে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের চার বছর হতে না হতেই, আলাদা হল পথ।
For all the latest entertainment News Click Here