নবনীতার পরকীয়ার গুঞ্জন! ‘খারাপ অধ্যায়’ নিয়ে বার্তা, জিতুর দাবি-‘আমি বিকৃত নই’
এক মাস আগে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বিয়ে ভাঙার কথা জানান অভিনেত্রী নবনীতা দাস। জিতু কমলের সঙ্গে তাঁর প্রেম ও সুখী দাম্পত্যের ঝলক দেখে অভ্যস্ত অনুরাগীদের কাছে এটা ছিল বড় ধাক্কা। নবনীতার পোস্টের পর ‘বাচ্চা বউ’কে আগলে রাখার কথা বলে সকলকেই ধন্দে ফেলেছিলেন জিতু। তবে ধীরে ধীরে পরিষ্কার হয় ছবিটা। বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে দুজনের। চার মাস ছাদ আলাদা দম্পতির, ডিভোর্সের কাগজে চূড়ান্ত আইনি শিলমোহর পড়াটাই বাকি। তারপরেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দুজনের। তাই জিতু-নবনীতার সম্পর্ক এখন ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে সেই নিয়ে কৌতুহলের অন্ত নেই ভক্তদের মনে।
শুরুতে এই দাম্পত্য সম্পর্ক ভাঙার জন্য সোশ্যাল মিডিয়ায় ‘ভিলেন’ হয়েছিলেন জিতু। শ্রাবন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও উঠেছিল প্রশ্ন, কেউ বলেছিলেন ‘অপরাজিত’র সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে নায়কের। সেই-সব নিয়ে অবশ্য় ‘স্বামী’র পাশেই দাঁড়িয়েছিলেন নবনীতা। এবার নায়িকাকে নিয়ে একের পর বিস্ফোরক তথ্য সামনে আসছে। এই মুহূর্তে স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার পরকীয়ার গুঞ্জনে ছয়লাপ নেটপাড়া। অথচ ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করে চলেছেন নায়িকা। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নবনীতা লিখলেন- ‘একটা খারাপ অধ্যায়, কখনই তোমার পুরো গল্প হতে পারে না’। তবে কি নতুন শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
ওদিকে জিতুকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই জিতুর উপলব্ধি ‘আমি প্রেমিক, বিকৃত নই’। কবিতা লিখতে ভালোবাসেন জিতু, এটা কারুর অজানা নয়। অভিনেতা লেখেন, ‘আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/ আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই আমি দোষারোপ, দোষী নই…।’ তিনি দোষী নন, এ কথা বলে জিতু ঠিক কী বার্তা দিতে চাইছেন? প্রশ্ন নেটিজেনদের মনে।
তবে স্ত্রী-কে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে না-রাজ অভিনেতা। কাজের মধ্যেই ডুবে রয়েছেন তিনি। বিবাহবিচ্ছেদ নিয়ে আনন্দবাজারকে তিনি স্পষ্ট জানান- ‘আমি এই ব্যাপারে কোনও মন্তব্যই করব না। আমি আমার স্ত্রী নবনীতার ব্যাপারে কোনও বদনাম করবও না আর শুনবও না। এখনও কিন্তু আমাদের আইনি বিচ্ছেদটা হয়নি।’
প্রসঙ্গত, গত ২৯ জুন বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছে নবনীতা ফেসবুকে লিখেছিলেন, ‘আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থেকো জিতু কমল।’
For all the latest entertainment News Click Here