নন্দনে বসতে পারেনি ‘প্রজাপতি’, দেবের টুইট তুলে ‘পিসিমণি’কে খোঁচা মারলেন শতরূপ
গত ২৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। প্রথমবার দেবের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দেব-মিঠুন। ছবিটি একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, সরকারি সিনেমা হল ‘নন্দন’-এ জায়গা পায়নি। যা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে।
গেরুয়া শিবির ঘনিষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাই অনেকেরই ধারণা, সিনেমায় মিঠুন চক্রবর্তী অভিনয় করায় রাজ্য সরকারের নির্দেশে নন্দনে স্থান পায়নি ‘প্রজাপতি’। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয় ২৪ ডিসেম্বর টুইট করেছেন অভিনেতা তথা তৃণমূলের সাংসদ দেব। তিনি লিখেছেন, ‘এইবার তোমাকে মিস করব ‘নন্দন’। কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে। গল্প শেষ’।
আরও পড়ুন: সলমন এনার্জিটিক, শাহরুখ ভালোবাসায় পরিপূর্ণ, একসঙ্গে কাজ করা নিয়ে অকপট রিধি ডোগরা
এ বার সেই টুইটকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে তরজায় নেমেছেন বামেরা। দেবের টুইটকে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ। দেবের টুইটের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘অ্যাক্টর ভাবে আমি ‘দেব’, প্রোডিউসার ভাবে আমি, ডিস্ট্রিবিউটর ভাবে আমি ‘দেব’, হাসেন ‘পিসিমণি’।’
বাম নেতা শতরুপ ঘোষের টুইট
রবিবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেব জানিয়েছেন, ‘আমি আক্ষেপ প্রকাশ করার জন্য টুইট করিনি। বিতর্ক বন্ধ করার জন্য করেছি। নন্দনে পাইনি ঠিকই তবে বাকি সব হলে হাউজফুল। এটাই পাওনা। আর আমি এমন কোনও কাজ করব না যাতে আমার দল অসম্মানিত হবে। আর কে কী বলছেন, সেটা তাঁর দায়িত্ব। আমি শুধু আমার টুইটের দায়িত্ব নেব।’
For all the latest entertainment News Click Here