নন্দনে জনবিস্ফোরণ! ‘সিটি অব জয়’-এর মন জয় করল ‘জয়ল্যান্ড’
শিল্পের যে কোনও দেশ হয় না, শিল্প যে কোনও কাঁটাতার মানে সেটা মঙ্গলবার নন্দন চত্বর আরও একবার প্রমাণ করে দিল। আর কলকাতা যে সমস্ত কিছুকে সহজেই আপন করে নিতে জানে সেটা আরও একবার প্রমাণ করল। মঙ্গলবার, ২০ ডিসেম্বর নন্দনে পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’ দেখানো হয়। আর সেখানেই পড়ে যায় হইহই রইরই কাণ্ড।
সকাল থেকেই বেশ বোঝা যাচ্ছিল যে ভারতের চিরশত্রু বলে আখ্যা দেওয়া হয় যে দেশকে, সেই দেশের ছবি জয়ল্যান্ড দেখতে ব্যাপক ভিড় হবে। সেদিন নন্দন চত্বরে আলোচনায় কেবল একটা মাত্রই নাম ছিল, জয়ল্যান্ড। এরপর লম্বা লাইন পড়ে যায় এই ছবি দেখার জন্য।
ভিড়ের চাপে একটা সময় নন্দনের মেটাল ডিটেক্টর কাঁপতে শুরু করে। বাধ্য হয়ে থামিয়ে দেওয়া হয় দর্শকদের প্রবেশ। কিন্তু থামিয়ে দেব বললেই কি দেওয়া যায়? সকলে যে এই ছবির টানেই ছুটে এসেছেন। তাই ফের পরিস্থিতি সামলে নিয়ে দর্শকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। দর্শক সংখ্যা ছাপিয়ে যায় এদিন আসন সংখ্যার তুলনায় অনেকেই মাটিতে বসে দেখলেন ছবি। যাঁরা সেই সুযোগও পেলেন না তাঁরা দাঁড়িয়েই দেখলেন। কিন্তু তারপর যে আর হলে লোক ধরার বিন্দুমাত্র জায়গা ছিল না। দরজা দেওয়া যাচ্ছে না হলের। তখন বাধ্য হয়ে দর্শকদের অনুরোধ করা হয় ফিরে যেতে।
কলকাতা পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হয় বেগতিক দেখে। লাইন তখনও শিশির মঞ্চ পার করে গিয়েছে। তবে যাঁরা এদিন ছবিটি দেখতে পাননি তাঁরা অনুরোধ করেন যেন ছবিটিকে আরও একদিন দেখানো হয়।
এদিন রাজ চক্রবর্তী, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সকলের সঙ্গে বসেই এই ছবি দেখেন। তাঁর কেমন লেগেছে ছবিটা জিজ্ঞেস করায় তিনি জানালেন, ‘অসাধারণ ছবি।’
For all the latest entertainment News Click Here