নতুন হাঁটতে শিখেছে, ধপাস করে পড়ে গেলেন আভ্যান! ছেলের ভিডিয়ো শেয়ার করলেন দিয়া
টলমলে পায়ে একাই উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে ছেলে আভ্যান। নেটমাধ্যমের পাতায় ছেলের মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। শনিবার ইনস্টাগ্রামে ছেলের এই ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
ভিডিয়োর শুরুতে ক্যামেরার পিছন থেকে দিয়ার স্বামী বৈভবের গলার স্বর শোনা গিয়েছে। খুদে আভ্যানকে নিজের দিকে হেঁটে আসার কথা বলছেন তিনি। যদিও এক দুই পা হাঁটার পরই ধপাস করে মাটিতে বসে পড়ে আভ্যান। আবার উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে সে। বৈভব এবং দিয়া দুজনেই ক্যামেরার পিছন থেকে আভ্যানকে ফের উঠে হেঁটে আসার সাহস জোগাতে থাকে। ছেলেকে আস্তে আস্তে হাঁটার কথা বলেন দিয়া। আরও পড়ুন: পুটিরাম, প্যারামাউন্ট, গিরিশ, বলবন্ত- কলকাতায় এসে ফুড ব্লগার হয়ে গেলেন অনুষ্কা
এ দিকে নতুন নতুন হাঁটতে শিখে আনন্দে আত্মহারা খুদে আভ্যান। হাসি যেন তাঁর মুখে ধরে না। ভিডিয়োর শেষে দিয়া ছেলেকে ধরে ‘হাই’ বলেন। মাকে দেখে খুদেও বেশ মিষ্টি ভাবে ‘হাই’ বলে ওঠে। আরও পড়ুন: চশমা না ব্রা! ‘টুকাইবাবু’ ঋত্বিকের পোস্ট দেখে তোলপাড় নেটদুনিয়া
পোস্টটি শেয়ার করে ক্যাপশনে দিয়ে লেখেন, ‘তোমাকে ধন্যবাদ ছোট্ট মাস্টার’। দিয়া তার মা দীপা মির্জা, বৈভব, তাঁর মেয়ে সামাইরা রেখি এবং মা পুনম রেখিকেও ট্যাগ করেছেন। একাধিক বলিউড তারকা এবং অভিনেত্রীর ভক্তরা খুদে আভ্যানের ভিডিয়োতে ভালোবাসা উজাড় করেছে।
২০২১ সালে প্রি-ম্যাচিওর ছেলের জন্ম দেন দিয়া মির্জা। তিন মাসের বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল একরত্তি আভ্যানকে। সদ্যোজাত ছেলেকে সপ্তাহে দুদিন দেখার অনুমতি ছিল দিয়ার। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এইটুকু ছিল, তারওপর ওটা ছিল কোভিড ১৯-এর পিক টাইম, তাই আমাকে নানা ধরনের নিয়ম মানতে হত। সপ্তাহে দুদিনের বেশি ওর কাছে যেতেই পারতাম না। তাই খুব কঠিন ছিল সময়টা। যদিও মনে মনে আমি বিশ্বাস করতাম ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। যুদ্ধ করে ঠিক ফিরে আসবে।’
কাজের সূত্রে দিয়াকে শেষ দেখা গিয়েছে তাপসী পান্নুর ‘থাপ্পড়’-এ। খুব জলদি তিনি স্ক্রিনে ফিরবেন ‘ধক ধক’ দিয়ে। অনুভব সিনহার ‘ভিড়’-এও কাজ করার কথা আছে দিয়ার।
For all the latest entertainment News Click Here