নতুন সংসদ ভবনের গুনগানে রজনীকান্ত, অক্ষয়, অনুপম, হেমা, উত্তর দিলেন মোদী
নবনির্মিত সংসদ ভবন, রবিবার তারই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর হাত ধরেই আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। জানা যাচ্ছে বিশেষ পুজোর মধ্য দিয়েই খুলে যাবে নতুন সংসদ ভবনের দরজা। কথা রয়েছে আরও নানা ধরনের বেশকিছু অনুষ্ঠানের। তোড়জোড় শুরু হয়েছে রাত থেকেই। নতুন সংসদ ভবনের ছবি ও ভিডিয়ো দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবার মুখেই শোনা যাচ্ছে প্রশংসা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে ‘মাই পার্লামেন্ট মাই প্রাইড’ হ্যাশট্যাগে নতুন ভবনের একটি ভিডিও শেয়ার করার জন্য জগণগণকে আহ্বান করেছিলেন। সঙ্গে ছিল আবেগপূর্ণ ভয়েসওভার। দেশের বহু ব্যক্তিত্বকেই এই ভিডিয়োটি ট্য়াগ করেছিলেন প্রধানমন্ত্রী। ট্যাগ করেছেন সিনেমার দুনিয়ার বহু তারকাকেও, তারমধ্যে শাহরুখ খান, অক্ষয় কুমার এবং রজনীকান্ত সহ ছিলেন আরও অনেকেই। তাঁরাও প্রধানমন্ত্রীর আবেদন মেনে নিজস্ব ভয়েসওভার সহ নতুন সংসদ ভবনের ভিডিও টুইটারে পোস্ট করেছেন। তাঁদের সেই টুইটগুলির জবাবও দিয়েছেন মোদী।
নতুন সংসদভবনের ভিডিয়ো টুইট করে অক্ষয় কুমার টুইটারে লেখেন, এই গৌরবময় নতুন সংসদভবন দেখে গর্ব হচ্ছে। এটি ভারতের গৌরবময় একটি আইকনিক প্রতীক হয়ে থাকবে। অক্ষয়কে উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনি আপনার চিন্তাভাবনা খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমাদের নতুন সংসদ সত্যিই আমাদের গণতন্ত্রের আলোক সঙ্কেত। এটি জাতির সমৃদ্ধ ঐতিহ্য এবং ভবিষ্যতের জন্য প্রাণবন্ত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।’
নতুন সংসদ ভবনের কথা লিখে, তার প্রশংসা করে টুইট করেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত। নতুন সংসদ ভবনের কথা লিখে টুইট করেছেন বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনী। লেখেন, নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে গর্বিত সকল দেশবাসীকে শুভেচ্ছা।
অনুপম খেরও টুইটারে একটি হৃদয়গ্রাহী পোস্ট করেছেন। তিনি হিন্দিতে একটি কবিতা শেয়ার করেছেন। মোদী তাঁর সেই টুইটটি রিটুইট করেছেন এবং তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কবিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন ‘যে অনুভূতি আপনার কবিতায় প্রকাশিত হয়েছে, যা গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসকে দৃঢ় করতে চলেছে।’
প্রসঙ্গত, নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট ১ হাজার ২৮০ জন সদস্যকে স্থান দেওয়া যাবে লোকসভাতেই। এদিকে সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানের বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ মোট ১৯টি বিরোধী রাজনৈতিক দল।
For all the latest entertainment News Click Here