‘নতুন মুখদের সুযোগ দিতে ওকে দলে রাখা হয়নি’, জাহিরের দাবিতে পোলার্ডকে নিয়ে প্রশ্ন
১১ ম্যাচে ১৪.৪০ গড়ে মাত্র ১৪৪ রান করেছেন। স্ট্রাইক-রেট ১১০-এরও কম। বল হাতে নিয়েছেন মাত্র ৪ উইকেট। স্বাভাবিক ভাবেই রংচটা কায়রন পোলার্ডকে নিয়ে ক্ষোভ বাড়ছিল মুম্বই সমর্থকদের। চলতি মরশুমে রোহিতদের ভরাডুবির জন্য দায়ি করা হচ্ছিল পোলার্ডের অফ ফর্মকেও।
সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছিল, পোলার্ডকে বাদ দিয়ে ডেওয়াল্ড ব্রেভিসের মতো নতুনদের সুযোগ দেওয়ার। শেষ পর্যন্ত মুম্বইয়ের প্রথম একাদশে পোলার্ডের নাম না দেখে জল্পনা শুরু হয়ে যায়, তবে কি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা চিরতরে মুখ ফিরিয়ে নিল পোলার্ডের দিক থেকে?
ক’দিন আগেই কায়রন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তাঁর আইপিএল কেরিয়ার কতদিন স্থায়ী হবে, সেই নিয়েও সংশয় রয়েছেই। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পোলার্ডকে মাঠে নামতে না দেখে সঙ্গত কারণেই এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়।
আরও পড়ুন: কী কাণ্ড! বল দিয়ে আম্পায়ারের পেটে মারলেন পোলার্ড, আর হেসে খুন MI অধিনায়ক- ভিডিয়ো
তবে উইন্ডিজ তারকা সম্পর্কে জহির বলেছেন, ‘বিগত কয়েক বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সাফল্যে কায়রন পোলার্ডের অবদান অতুলনীয়। তিনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছেন। এটি আসলে টুর্নামেন্টের শেষ লেগ তাই আমরা কিছু নতুন মুখকে সুযোগ দিতে চেয়েছিলাম এবং একজন ব্যক্তি ও দলের সদস্য হিসাবে পোলার্ড এটিকে সমর্থন করেছিলেন।’
জাহির আরও বলেছেন, ‘টসের সময়ে মুম্বই অধিনায়ক রোহিত বলেছিলেন যে, ভবিষ্যতের দিকে নজর রাখতেই পোলার্ডকে বাইরে রাখা হয়েছিল।’
For all the latest Sports News Click Here