নতুন মরশুমে দৌড় শুরুর আগে ৫ বারের IPL চ্যাম্পিয়ন মুম্বইয়ের স্কোয়াড ও সূচি দেখুন
তারকার অভাব নেই। তবে সেই সঙ্গে বেশ কিছু আনকোরা ক্রিকেটারকেও এবার দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবছর পাওয়া যাবে না জেনেও জোফ্রা আর্চারকে মুম্বই জালে তুলেছে ভবিষ্যতের কথা ভেবে।
আপাতত নতুন মরশুম শুরুর আগে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের চূড়ান্ত স্কোয়াডে চোখ রাখুন। দেখে নিন টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে সফল দলের ক্রীড়াসূচিও।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড:- রোহিত শর্মা (ক্যাপ্টেন), আনমোলপ্রীত সিং, রাহুল বুদ্ধি, রমনদীপ সিং, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, অর্জুন তেন্ডুলকর, বাসিল থাম্পি, হৃত্ত্বিক শোকিন, জসপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট, জোফ্রা আর্চার (২০২৩), মায়াঙ্ক মার্কান্ডে, মুরুগান অশ্বিন, রিলি মেরেডিথ, টাইমাল মিলস, আর্শাদ খান, ড্যানিয়েল স্যামস, ডেওয়াল্ড ব্রেভিস, ফ্যাবিয়ান অ্যালেন, কায়রন পোলার্ড, সঞ্জয় যাদব, আরিয়ান জুয়াল ও ইশান কিষাণ।
মুম্বই ইন্ডিয়ান্সের লিগ পর্বের সূচি:-
১. ২৭ মার্চ: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
২. ২ এপ্রিল: বনাম রাজস্থান (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৩. ৬ এপ্রিল: বনাম কলকাতা (পুণে, ৭টা ৩০)
৪. ৯ এপ্রিল: বনাম ব্যাঙ্গালোর (পুণে, ৭টা ৩০)
৫. ১৩ এপ্রিল: বনাম পঞ্জাব (পুণে, ৭টা ৩০)
৬. ১৬ এপ্রিল: বনাম লখনউ (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৭. ২১ এপ্রিল: বনাম চেন্নাই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৮. ২৪ এপ্রিল: বনাম লখনউ (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৯. ৩০ এপ্রিল: বনাম রাজস্থান (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১০. ৬ মে: বনাম গুজরাট (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
১১. ৯ মে: বনাম কলকাতা (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১২. ১২ মে: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১৩. ১৭ মে: বনাম হায়দরাবাদ (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১৪. ২১ মে: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
For all the latest Sports News Click Here