‘নতুন বাড়ি’-র বিষয়ে রণবীর তাঁর নির্দেশ না শুনলে ব্যাপক ঝামেলা হবে, আশঙ্কা আলিয়ার
বলিপাড়ায় অন্যতম জনপ্রিয় জুটির তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। রিল থেকে রিয়েল, দু’জায়গাতেই এই জুটির জনপ্রিয়তা দেখার মতো। চলতি বছরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই জুটির অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’।ফ্যানেরা যে সেই ছবির অপেক্ষায় এখন থেকেই দিন গুনছে, তা আর নতুন কথা নয়। তবে সেই ছবি মুক্তির জন্য এখনও অপেক্ষা করতে হলেও ‘রালিয়া’ ফ্যানদের জন্য এল সুখবর। প্রকাশ্যে এল এই জুটি অভিনীত একটি নয়া বিজ্ঞাপনের ভিডিয়ো।
নেটপাড়ায় এক জনপ্রিয় পাপারাৎজির অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে সেই বিজ্ঞাপনের ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে জিমের মধ্যে পাশাপাশি দু’টি ট্রেডমিলে দৌড়োচ্ছে এই দু’জন। শরীরচর্চার মাঝেই রণবীরের উদ্দেশে আলিয়া বলে ওঠেন তাঁদের নতুন বাড়ি তৈরির সময় কোন সংস্থার লোহার রড ব্যবহৃত হবে,টি এ তিনি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। শোনামাত্র কৌতূহলী রণবীর প্রশ্ন করেন যদি তাঁরা ওই সংস্থার লোহার রড ব্যবহার না করেন তাহলে এমন কী হবে।
এবার পালা আলিয়ার। রণবীরের করা প্রশ্নের জবাবে এক নিঃশ্বাসে ‘গঙ্গুবাঈ’ তাঁর ধারণা শেয়ার করেন, ‘কী হবে? ৪-৫ বছরে ঘরের সিলিংয়ের বারোটা বেজে যাবে। সুতরাং, আমাদের আবার অন্য কোথাও গিয়ে সংসার পাততে হবে। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হবে। যার ফলে মানসিক সমস্যা বাড়বে তোমার এবং সেই চাপে শরীরচর্চা করার জন্য জিমে আসাও বন্ধ করে দেবে তুমি। নিট ফল? ধীরে ধীরে তোমাকে মহল্লার ছেলেপিলেরা কাকু বলে ডাকা শুরু করবে এবং আমাকে কাকীমা!’
এসব শুনে চমকে উঠে রণবীর আলিয়ার কাছে হাজির হয়ে তাঁকে আশ্বস্ত করেন যে তিনি আলিয়ার পছন্দ মাফিক ওই নির্দিষ্ট সংস্থার লোহার রড-ই তাঁদের বাড়ি তৈরির সময়ে ব্যবহার করবেন।নেটপাড়ার বাসিন্দাদের কাছে দারুণ মিষ্টি লেগেছে এই ভিডিয়ো। কেউ এই দু’জনকে ‘কিউটি’ বলছেন তো আবার কেউ ‘সেরা’।
For all the latest entertainment News Click Here