নতুন বন্ধুত্ব! নিখিল সমস্যা ঝেরে ফেলার কথা বলতেই উচ্ছ্বাস প্রকাশ রাইমার
কর্মফলের উপর আস্থা রাখেন নিখিল জৈন। নুসরত জাহান অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলেছেন তিনি, কাজ মন দিয়েছেন পুরোদমে- সোশ্যাল মিডিয়াতেও মারাত্মক অ্যাক্টিভ। প্রতিদিন নিজের জীবন দর্শনের কথা ইনস্টাগ্রামে তুলে ধরেন নিখিল, তাঁর ফলোয়ার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে! ইতিমধ্যেই বহু নারী হৃদয়ের ‘হিরো’ হয়ে উঠেছেন নুসরত জাহানের প্রাক্তন ‘সহবাস সঙ্গী’।
এর মাঝেই বৃহস্পতিবার ফের এই হ্যান্ডসাম হাঙ্কের ‘Cool’ লুক উঠে এল ইনস্টাগ্রামের দেওয়ালে। পরনে মার্কিনী ফ্যাশন ব্র্যান্ড ক্যালভিন ক্লেইনের কালো রঙা টি-শার্ট। চোখে রোদ-চশমা আর চাপ দাড়িতে আবেদনময় ভঙ্গিতে পোজ দিচ্ছেন নিখিল। ক্যামেরার লেন্স চোখ নেই, কিন্তু জীবন নিয়ে নিখিলের ‘ফোকাস’ অবিচল তা বলে দিল পোস্টের ক্যাপশন। যেখানে নতুন শুরুর বার্তা দিলেন নিখিল। তিনি লিখেছেন, ‘আমার সমস্ত সমস্যার সাবস্ক্রিপশন বাতিল করছি। হ্যাশট্যাগে যোগ করেছেন #newbeats #newbeginnings #beastmode #focus #powerofpositivity #karma…
নিখিলের ব্যক্তিগত জীবনে গত কয়েক মাস ধরেঝড় বয়ে গেছে। কিন্তু সেই ঝড়ে ভেঙে না পড়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রেখেন নিখিল। নুসরতের প্রাক্তন-এর কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা বাক্য। কিন্তু সব মন্তব্যকে ছাপিয়ে গিয়েছে রাইমা সেনের কমেন্ট। অভিনেত্রী নিখিলের পোস্টে লিখেছেন, ‘ব্যাক’ (Back) আর জুড়ে দিয়েছেন, রেসিং হ্যান্ড ইমোজি। অর্থাত্ নিখিলের ফিরে আসার উচ্ছ্বাসে ভেসেছেন রাইমা। কিন্তু এই প্রত্যাবর্তন কিসের ইঙ্গিত? ঠিক কোথায় ফেরবার কথা বললেন রাইমা? তা স্পষ্ট নয়।
এখন অনেকের মনেই প্রশ্ন নিখিলের ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কি এবার যুক্ত হতে চলেছেন রাইমা? নাকি রাইমা-নিখিলের বন্ধুত্বের পিছনে রয়েছে অন্য কোনও কাহিনি। নুসরতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিখিলের নাম জড়িয়ে ছিল ত্রিধা চৌধুরীর সঙ্গে। তবে ত্রিধা-নিখিল দুজনেই স্পষ্ট জানিয়েছিলেন দুজনে কেবলই ‘বন্ধু’ এবং তাঁদের সম্পর্কটা স্কুলজীবনের। ত্রিধার সঙ্গে প্রেম করলে তা গোপন রাখতেন না স্পষ্ট করে জানান নিখিল।
ত্রিধার পর এবার রাইমার সঙ্গে নিখিলের বন্ধুত্বের ইকুয়েশন নিয়ে নতুন কানাঘুসো শুরু টলিপাড়ায়। ৪০-এর গণ্ডি পার করেও অবিবাহিতের তকমা এখনও ঝেরে ফেলেননি মুনমুন সেনের বড় মেয়ে। দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কেও ছিলেন, তবে সেই হোটেল মালিক প্রেমিকের ডিভোর্স পাকা না হওয়ায় বছর চারেক আগে সম্পর্ক ভাঙে রাইমার। তারপর থেকে নায়িকার সিরিয়াল রিসেশনশিপের খবর সেভাবে সামনে আসেনি। দুই ভাঙা মনের মানুষ কাছাকাছি এলে মন কি জোড়া লাগবে? প্রশ্ন নেটিজেনদের।
For all the latest entertainment News Click Here