নতুন চ্যালেঞ্জ নিয়ে জিম্বাবোয়ে উড়ে গেলেন শিখররা,খোশমেজাজে পুরো টিমের ছবি ভাইরাল
এ বার সামনে নতুন চ্যালেঞ্জ। নতুন লক্ষ্য নিয়ে জিম্বাবোয়ে পাড়ি দিলেন শিখর ধাওয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ধাওয়ানের নেতৃত্বে এক তরফা জয় পেয়েছে ভারত। উইন্ডিজকে হোয়াইওয়াশ করেছে তারা। তার পর টি২০ সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে রোতিহ শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। এ বার সামনে জিম্বাবোয়ে।
এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারতীয় দল। শনিবার তারা জিম্বাবোয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে দুই দল। এশিয়া কাপ সামনেই। তাই জিম্বাবোয়ে সফরে কয়েক জন সিনিয়র ক্রিকেটার ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছে ভারতী দল। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। এই সফরের জন্য অবশ্য প্রথমে ভারতের অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানকে বেছে নেওয়া হয়েছিল। পরে কেএল রাহুল ফিট হয়ে দলের অংশ হলে, শিখরকে সহ-অধিনায়ক করে অধিনায়ক হিসেবে রাহুলকে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন: চোটের জন্য T20 WC-ও মিস করতে পারেন বুমরাহ- খারাপ খবর দিলেন পাকিস্তানের প্রাক্তনী
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল উড়ে যাওয়ার সময় বিসিসিআইয়ের তরফে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে খোশ মেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। প্লেনের ভিতর শিখর ধওয়ান, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহমম্মদ সিরাজ এবং রুতুরাজ গায়কোয়াড়রা একেবারে চনমনে মেজাজে ধরা দিয়েছেন। সকলেই ফটো সেশন করেছেন। এমন কী এই সিরিজের জন্য নিযুক্ত ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণকেও প্লেনের ভিতর খোশ মেজাজে পাওয়া গিয়েছে। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: শাহিনের দলে না থাকা, আর বুমরাহর না থাকার মধ্যে অনেক তফাৎ- দাবি পাক প্রাক্তনীর
এ দিকে সফর শুরুর ঠিক আগে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে এই সিরিজে কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। লক্ষ্মণের সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দেবেন সাইরাজ বাহুতুলে এবং হৃষিকেশ কানিতকার। আসলে এই সিরিজে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারত বনাম জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অগস্ট, দ্বিতীয় ম্যাচ ২০ অগস্ট ও তৃতীয় ম্যাচ হওয়ার কথা ২২ অগস্ট। তিনটি ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে।
For all the latest Sports News Click Here