নতুন ক্লাবের জার্সি গায়ে পুরনো মেসি! ৯৪ মিনিটে LM10-এর ফ্রিকিকে জিতল মায়ামি
Lionel Messi in Inter Miami CF: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল লিয়োনেল মেসির। তবে ম্যাচের প্রথম থেকে মাঠে নামেননি তিনি। মেসিকে নামানো হলো ম্যাচের ৫৪ তম মিনিটে। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে আমেরিকান ফুটবলে পা রাখেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ম্যাচের আগে থেকেই শোনা যাচ্ছিল, আমেরিকান ফুটবলে অভিষেক ম্যাচে শুরুর একাদশে থাকবেন না মেসি। শেষ পর্যন্ত সেটাই হল। তবে মাঠে নেমেই নিজের ম্যাজিক দেখালেন মেসি। প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন তিনি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন লিওনেল মেসি। একেবারে নিজের স্টাইলে গোল করলেন এলএম টেন।
১৬ বছর আগে ২০০৩ সালের ২১ জুলাই ডেভিড বেকহ্যামের অভিষেক হয়েছিল আমেরিকার ফুটবলে। ২০২৩ সালে একই দিনে মেসিরও অভিষেক হল। তারই সাক্ষী থাকতে মেসির অভিষেক ম্যাচে মাঠে প্রচুর তারকা উপস্থিত হয়েছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে। মেসিকে দেখার জন্য মায়ামি সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ছিল। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের ২০ হাজার দর্শকাসনের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেও মেসিকে দেখার জন্য উপস্থিত ছিলেন সমর্থকেরা। তাঁদের নিরাশ করেননি মেসি। তিনি জানিয়েছিলেন, লিগ জেতার চেষ্টা করবেন। মেসির গোলের ভিডিয়ো এখন ভাইরাল হচ্ছে।
শনিবার ভারতীয় সময় ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। ম্যাচের প্রায় ৫৩ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মায়ামি লিগ কাপের ম্যাচে প্রথম মাঠে নামলেন মেসি। মেসির অভিষেকের দিন আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছে সার্জিও বুসকেটসেরও। মেসিকে মাঠে নামানোর প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর প্রাক্তন সতীর্থকেও মাঠে নামান ইন্টার কোচ টাটা মার্টিনো। প্রথম ম্যাচে মাঠে নেমেই শুরুতেই বিপদের মুখে পড়েন মেসি। প্রথমার্ধে এগিয়ে থাকা মায়ামি তাঁর মাঠে নামার ১০ মিনিটের মাথায় লিড হারায়। তবে ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন মেসি। অভিষেক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ৬ ম্যাচ পর দলকে জয়ের আনন্দে ভাসান মেসি।
৯৪ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। মেসির ম্যাজিক দেখতে পায় মায়ামি। ম্যাচের কথা বললে, এদিনের ম্যাচে পরে মাঠে নামলেও অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি।
For all the latest Sports News Click Here