নজির গড়েও দলকে জেতাতে ব্যর্থ বেঞ্জেমা, মলডোভার ক্লাবের কাছে হারল রিয়াল
মঙ্গলবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার) সম্ভবত নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল এফসি শেরিফ টিরাসপল। ম্যাচের ৯০ মিনিটে যা ঘটল, তা হয়তো কোন ফুটবলভক্তরা কল্পনাও করতে পারেননি।
স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজে বছর খানেকের ওপর বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় খুলেছে বার্নাবেউ। সেখানেই নিজেদের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে শেরিফের কাছে ১-২ পরাজিত হতে হল রিয়াল মাদ্রিদকে। মলডোভার প্রথম ক্লাব হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করে আগেই ইতিহাস গড়েছে শেরিফ। নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচ জিতে সেই ইতিহাস গড়ার পালা অব্যাহত রাখল তারা।
ম্যাচের ২৯ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার জাসুরবেক ইয়াকশিবোয়েভ সকলকে বিস্মিত করে স্পেনের রাজধানীতে শেরিফকে এগিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই তিনি ম্যাচে নিজেদের লিড দ্বিগুন করার সুযোগ পেলেও অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন। তবে এক গোলে পিছিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদ গোটা প্রথমার্ধ জুড়েই প্রত্যাশামতো নিজেদের দাপট বজায় রাখে। দ্বিতীয়ার্ধেও সেই ছবিই বজায় থাকে। ৬৫ মিনিটে ভিনিয়স জুনিয়ারকে ফাউল করায় পেনাল্টি পেয়ে লস ব্ল্যাঙ্কোসরা।
পেনাল্টি থেকে গোল করতে কোনরকম ভুল করেননি রিয়ালের ফর্মে থাকা তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। প্রসঙ্গত, এই গোলের সুবাদেই ক্লাব কিংবদন্তী রাউলকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে যান বেঞ্জেমা। পাশপাশি প্রথম ফুটবলার হিসাবে নাগাড়ে টুর্নামেন্টের ১৭টি মরশুমে গোল করার কৃতিত্ব অর্জন করেন ফরাসি তারকা, যদিও একই করাতে লিওনেল মেসিও গোল করে এই কৃতিত্বে ভাগ বসান। সমতায় ফেরার পর সকলেই ভেবেছিল রিয়াল নিজেদের অধিক দক্ষ ফুটবলারদের সুবাদে ম্যাচ জিতে নেবে।
তবে ফুটবল তো চূড়ান্ত অনিশ্চয়চতার খেলা। সেখানে আমরা যা ভাবি, তা কি হয়। এই ম্যাচেও আরও একবার সেই প্রমাণ মিলল। নির্ধারিত সময়ের এক মিনিট আগে এক স্বপ্নের গোল যা যে কোন ম্যাচ জেতার জন্যই উপযোগী, তেমনই এক গোলে লুক্সেমবার্গের মিডফিল্ডার থিল শেরিফের হয়ে দ্বিতীয় গোলটি করেন। মাত্র ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়া শেরিফ রিয়ালেরই বিখ্যাত মাঠে নিজেদের রূপকথার ছবি আঁকে। অপরদিকে, ইউক্রেনে শাখতারের কাছে আটকে যায় ইতালির চ্যাম্পিয়ন দল ইন্টার মিলান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে রড্রিগোর শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছিল ইন্টারকে। এদিন শাখতারের বিরুদ্ধেও আটকে গেল তাঁরা। ম্যাচের ফলাফল ০-০। লিগ মরশুমটা ভালভাবে শুরু করলেও ইউরোপে ফের একবার ফুল ফোটাতে ব্যর্থ হচ্ছে নেরাজুরিরা। অবিশ্বাস্য় মনে হলেও দ্বিতীয় ম্যাচ ডের পর চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত শাখতার, রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল ও ইতালিয়ান জায়ান্ট ইন্টারকে পিছনে ফেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-র শীর্ষে শেরিফ।
For all the latest Sports News Click Here