‘নগ্ন হতে পারব না, তবে OTT-তে সমকামীর চরিত্রে আপত্তি নেই’, বলছেন নার্গিস ফাকরি
OTT-দুনিয়ায় পা রাখতে চলেছেন নার্গিস ফাকরি। সৌজন্যে নতুন ওয়েব সিরিজ টাটলুবাজ। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস। তবে সাফ জানিয়েছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইলেও কোনও কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন। তাঁর কথায়, বহু মানুষই OTT- মাধ্যমে চোখ রাখতে এখনও অস্বস্তিতে ভোগেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনই নগ্ন হব না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনও মহিলার সঙ্গে বিবাহিত মহিলা হিসাবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসাবে যে কোনও চরিত্রে মানিয়ে নেওয়াই আমার কাজ।’
আরও পড়ুন-হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলিম মেয়েকে বোন পাতিয়েছেন? প্রশ্নের মুখে রাহুল, গ্রামে অশান্তির আঁচ…
আরও পড়ুন-‘ওই মানুষটিকে একা ছেড়ে দিন’, অনুপম খেরের রবি ঠাকুর সাজায় আপত্তি স্বস্তিকার!
আরও পড়ুন-‘পাঠান’-এ রগরগে প্রেম, ‘জওয়ান’-এ কিনা শাহরুখের মা হচ্ছেন দীপিকা পাড়ুুকোন?
তবে বহু মানুষই OTT-তে চোখ রাখতে এখনও অস্বস্তি বোধ করেন, সেপ্রসঙ্গে নার্গিস ফাকরি বলেন, দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেওয়ার অধিকার তাঁদের রয়েছে। তবে OTT-তে অনেক বিষয় রয়েছে, কারোর কোনওকিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।
প্রসঙ্গত, সম্প্রতি আমিশা প্যাটেল মন্তব্য করেন OTT- মানেই শুধু যৌনতার গন্ধ, ওখানে খালি সমকামী, গে, লেসবিয়ানদের গল্প বলা হয়। ভারতীয় দর্শক এখনও স্বচ্ছ, ভালো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। আমিশার পর এবার নার্গিস ফাকরির কথাতেও OTT-র বিষয় বস্তুরকথা উঠে এল। তবে OTT-তে শুধুই যৌনতা তেমন কথা অবশ্য বলেননি নার্গিস।
প্রসঙ্গত ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি।
For all the latest entertainment News Click Here