নগ্ন শরীর,উঁকি দিচ্ছে নিতম্বের খাঁজ! সুজয়প্রসাদের ছবি দেখে নিন্দের ঝড় নেটপাড়ায়
লিঙ্গবৈষম্যের প্রাচীর ভাঙতে এর আগে ‘মেয়েলি’ সুজয় প্রসাদকে নারীর পোশাকে আমরা বহুবার দেখেছি। এই নিয়ে সমালোচনার শিকার হলেও ট্রোলারদের পাত্তা দেন না এই বাচিক শিল্পী তথা অভিনেতা। এবার বডি পজিটিভিটির বার্তা দিতে নেটমাধ্যমে নগ্ন ছবি পোস্ট করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সুজয়ের এই সাহসী অবতার দেখে নেটমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড়!
ছবিতে দেখা গেল সাদা দেওয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে রয়েছেন সুজয় প্রসাদ। শরীরে নেই সুতোর লেশমাত্র। প্রদর্শন করছেন মেদযুক্ত শরীরের খাঁজ, ছবিতে উঁকি দিল সুজয়ের নিতম্বের খাঁজও! চওড়া পিঠ বেয়ে ঝড়ে পড়ছে কামনার হাতছানি। বিবরণীতে শিল্পী লেখেন ‘অন দ্য কার্ভ’। সঙ্গে জুড়ে দেন ‘বডি পসিটিভিটি’, ‘বডি শেমিং’-এর মতো হ্যাশট্যাগ। সুঠাম শরীর হলে তবেই তা প্রদর্শন করা যাবে। মোটা মানুষদের জন্য এ-সব নয়! এই ধ্যান-ধারণা ভাঙতে তৎপর সুজয় প্রসাদ। বডি শেমিং বা শরীর নিয়ে কটাক্ষ একটা সামাজিক ব্যাধি, তা সত্ত্বেও আমরা জেনেবুঝে বা কখনও অজান্তেই আশেপাশের মানুষদের শরীর নিয়ে খোঁটা দিয়ে থাকি। তার বিরুদ্ধেই প্রতিবাদ সুজয়ের।
ছোট থেকেই বডি শেমিং-এর শিকার হয়েছেন সুজয় প্রসাদ। সেই নিয়ে বহুবার খোলাখুলি কথাও বলেছেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন- ছোট থেকেই গোলগাল হওয়ার জেরে বরাবর নাড়ুগোপাল থেকে মোটু— এই সব শুনতে হয়েছে। আফসোসের সুরে সুজয় বলেছিলেন, ‘একটা সময় ছবিতে ডাক পাইনি মোটা বলে। এখন অবশ্য ডাক পাই না মেয়েলি বলে!’
মোটাদের আশ্বস্ত করতেই সুজয়ের এই ‘নগ্ন’ ছবি। স্থূল শরীরেও চাইলে নগ্ন হওয়া যায়, এই বার্তা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে অভিনেতা। কেউ তাঁকে ‘মানসিকভাবে অসুস্থ’ আখ্যা দিল আবার কেউ বলল- ‘সবটাই প্রচারের আলোয় আসার চেষ্টা’। এক নেটিজেন লেখেন- ‘আগে আপনার জন্য করুণা হত, এখন হাসি পায়। দ্রুত আপনার মানসিক সুস্থতা কামনা করছি’। অপর একজন লেখেন- ‘মাথাটা গেছে, যত্ত নোংরামি’। অনেকে ‘টলিউডের নগ্ন রণবীর সিং বলেও ট্রোল করেছেন সুজয়কে। এক জনৈক সুজয়ের ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন- ‘রোজ নানা ভাবে ইনটেল মহলে নিজেকে জাহির করে থাকেন উনি, আমি নিজে মানি যে উনি যথেষ্ট শিক্ষিত, তাই নিজের দেওয়াল নোংরা করে প্রতিবাদ করলাম’। তবে সকলেই যে খারাপ কথা বলেছেন তেমনটা নয়। অনেক নেটিজেন সুজয়ের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। ট্রোলারদের উপদেশও দিয়েছেন, প্রয়োজনে সুজয় প্রসাদকে আনফলো করে দেওয়ার।
প্রসঙ্গত, শুক্রবারই মুক্তি পেয়েছে বিক্রম-শোলাঙ্কির শহরের উষ্ণতম দিনে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুজয় প্রসাদ চট্টোরাফ
For all the latest entertainment News Click Here