‘নওয়াজের গালে চুমু খেয়ে বললাম, চল সেক্স করি’, মুখ খুললেন কুবরা সাইত
‘সেক্রেড গেমস’-এর ‘কুকু’-কে মনে পড়ে? ওয়েব সিরিজে ‘কুকু'(কুবরা সাইত)কে ‘গণেশ গাইতোন্ডে’ ওরফে নওয়াজউদ্দিনের সিদ্দিকির সঙ্গে যৌনতায় মাততে দেখা গিয়েছিল। দৃশ্যটির প্রয়োজনে সাতবার শ্যুট করতে হয়েছিল অভিনেতা নওয়াজউদ্দিন ও কুবরা সাইতকে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হয়েছিল। সম্প্রতি নওয়াজের সঙ্গে যৌন দৃশ্যের শ্য়ুটিং নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কুবরা সাইত। কুবরা জানান, নওয়াজের সঙ্গে যৌন দৃশ্যের শ্যুটিংয়ের পর হাউহাউ করে মেঝেতে শুয়ে কেঁদেছিলেন তিনি।
কিন্তু কেন কেঁদেছিলেন কুবরা সাইত, ঠিক কী ঘটেছিল? নওয়াজ কেমন মানুষ?
সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে মুখ খুলেছেন কুবরা। তাঁর কথায়, নওয়াজ অসাধারণ সুন্দর একজন মানুষ। তাঁর কথায়, ‘আমার বেশ মনে পড়ে প্রথম দিনেই সেই দৃশ্যটির শ্যুট করা হয়েছিল। আমাকে শুধু ওই দৃশ্যটি করতে হয়েছিল। দৃশ্যটির জন্য আমরা সাতটি টেক নেওয়া হয়েছিল। সপ্তম টেকের সময়, আমরা টানা ঠিক কত ঘণ্টা শুটিং করেছি তার হিসেব হারিয়ে ফেলেছিলাম। দৃশ্য শেষে, আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম এবং উঠতে পারিনি। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। হাউ হাউ করে কেঁদে চলেছিলাম। নওয়াজ এবং অনুরাগ কাশ্যপ আমাকে তোলেন এবং শক্ত করে ধরে রাখেন।’
আরও পড়ুন-ব্যক্তিগত স্বার্থে মিথ্যা #Metoo-র অভিযোগ আনাকে সমর্থন করি না, এটা অন্যায়: সন্দীপ্তা সেন
আরও পড়ুন-বাংলার ‘মন্দার’ দেবাশিস মণ্ডল এবার হিন্দি ছবিতে, কী বলছেন অভিনেতা?
নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে কথা বলতে গিয়ে কুবরা বলেন, ‘নওয়াজ সহ অভিনেতা হিসাবে অসাধারণ, ওঁকে ভীষণ ভালোবাসি। ভীষণ লাজুক। ওঁর মতো লাজুক মানুষ আমি কমই দেখেছি। একপ্রকার ওঁকে ধরে বেঁধে ওই দৃশ্যের শ্য়ুট করাতে হয়েছিল। আমি ওঁর গালে চুমু খেয়ে বলতাম, চল না সেক্স সিন করি। এটাই আমার কাজ, তাই ওই দৃশ্যের জন্য পরিবেশ তৈরি করা প্রয়োজন ছিল।’
প্রসঙ্গত, কুবরা সাইতকে খুব শীঘ্রই দেখা যাবে ‘শেহর লাখত’ ওয়েব সিরিজে। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে চন্দন রায় সান্যাল, প্রিয়াংশু পাইনুলি এবং শ্রুতি মেননকেও।
For all the latest entertainment News Click Here