ধোনি যখন প্রহরী, রান চুরি সম্ভব নয়! মাহির নিখুঁত নিশানার শিকার ধ্রুব জুরেল-Video
স্টাম্পের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিং ধোনি যতটা ভয়ঙ্কর ব্যাটসম্যানদের কাছে, স্টাম্প থেকে বহু দূরে কিপিং করা ধোনিও ততটাই বিপজ্জনক। বিষয়টা আরও একবার বোঝা গেল সোয়াই মান সিংহ স্টেডিয়ামে।
পেসারদের বলে ধোনি দূরে কিপিং করলেও ব্যাটসম্যানদের সতর্ক থাকা কতটা জরুরি, সেটা হাড়ে হাড়ে টের পেলেন রাজস্থান রয়্যালসের ধ্রুব জুরেল। সচরাচর ইনিংসের শেষের দিকে কিপারদের হাতে বল থাকলেও ব্যাটসম্যানরা দৌড়ে প্রান্তবদল করে এক রান চুরি করে নেন। আসলে কিপারদের হাতে গ্লাভস থাকে বলেই বল ছুঁড়তে সমস্যা হয় তাঁদের। সেকারণেই স্টাম্প লক্ষ্য করে আন্ডার আর্ম থ্রো করতে দেখা যায় কিপারদের।
ধোনি প্রায়শই ইনিংসের শেষ ওভারে কিপিং করার সময় এক হাতের গ্লাভস খুলে রাখেন, যাতে বল ছুঁড়তে সুবিধা হয়। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইনিংসের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে সেভাবেই পরিকল্পনামাফিক রান-আউট করেন ধোনি। এবার জুরেলকে হাতে গ্লাভস থাকা সত্ত্বেও দূর থেকে বল ছুঁড়ে রান-আউট করেন ধোনি।
রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন চেন্নাইয়ের মাথিসা পথিরানা। চতুর্থ বল করার সময় একটি ওয়াইড করে বসেন তিনি। ওয়াইড বলে বাই-রান হিসেবে সিঙ্গল চুরি করার চেষ্টায় দৌড় শুরু করেন দেবদূত পাডিক্কাল ও ধ্রুব জুরেল। ধ্রুব নন-স্ট্রাইকার প্রান্ত থেকে ব্য়াটিং ক্রিজে পৌঁছনোর আগেই ধোনি আন্ডার আর্ম থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ফলে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় জুরেলকে।
ধ্রুব জুরেলকে আন্ডার আর্ম থ্রোয়ে ধোনির রান-আউট করার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
আউট হওয়ার আগে ধ্রুব জুরেল ৩টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে ১৫ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রাজস্থান রয়্যালসকে ২০০ রানের গণ্ডি পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
আরও পড়ুন:- RR vs CSK: যশস্বীর ব্যাটে ম্যাক্সওয়েল ফ্লেভার, জাদেজাকে দুর্দান্ত সুইচ হিটে গ্যালারিতে ফেললেন জসওয়াল- ভিডিয়ো
জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। মাত্র ২৬ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। শেষমেশ তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এছাড়া জোস বাটলার ২৭, সঞ্জু স্যামসন ১৭, শিমরন হেতমায়ের ৮, দেবদূত পাডিক্কাল ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানের যোগদান রাখেন। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে। ১টি করে উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা ও মাহিশ থিকসানা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here