‘ধোনি ফিনিশ হননি, তিনি এখনও একজন ফিনিশার;’ মাহির ফর্ম নিয়ে মহম্মদ কাইফের জবাব
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফCSK-এর প্রাক্তন অধিনায়ক ধোনিকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন। আইপিএলের ১৫তম আসর শুরু হওয়ার আগেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন ধোনি। সিএসকে-র হয়ে নতুন অবতারে দেখা যায় এমএস ধোনিকে। অধিনায়কত্ব ছাড়ার পর খোলামেলা ব্যাটিং করতে দেখা যাচ্ছে ধোনিকে। কেউ কেউ বিশ্বাস করেন যে ধোনি এই মরশুম খেলে আইপিএলকে বিদায় জানাবেন। একইসঙ্গে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন খেলোয়াড় মহম্মদ কাইফ।
মহেন্দ্র সিং ধোনিকে সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয়। কারণ তাঁর নেতৃত্বে ধোনি সিএসকে-এর দলকে চারবার চ্যাম্পিয়ন করেছিলেন। এ বছর ধোনিকে সিএসকে-র হয়ে ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা যাচ্ছে। ধোনি আইপিএলের এই মরশুম খেলে আইপিএল থেকে অবসর নেবেন বলে জল্পনা চলছে। ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন বলেই জল্পনা হয়তো চলছে। ধোনিকে এই মরশুমে এখনও পর্যন্ত ভালো ব্যাটিং করতে দেখা যাচ্ছে। অপরাজিত থেকে কেকেআরের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন ধোনি। আইপিএলে খেলার বিষয়ে স্পোর্টসকিদার সাথে কথা বলার সময়, মহম্মদ কাইফ বলেন, ‘ধোনি এখনও ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড়। দুর্দান্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি আইপিএলে বিস্ফোরক ব্যাটিং করার সময় দেখিয়েছেন যে তিনি ভালো ফর্মে রয়েছেন।’
কিছু লোক বিশ্বাস করেন যে ধোনির ক্যারিয়ার শেষের পথে। এটি মাহির শেষ আইপিএল হতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। তবে ধোনি আইপিএলের১৫তম আসরে অপরাজিত থাকা অবস্থায় দুটি ইনিংস খেলেছেন। এমন অবস্থায় ধোনির উপর পূর্ণ আস্থা রয়েছে মহম্মদ কাইফের। তিনি বিশ্বাস করেন ধোনির প্রথম বলেই বাউন্ডারি মারার ক্ষমতা রয়েছে। ধোনির সমালোচকদরে উদ্দেশ্যে মহম্মদ কাইফ বলেন,‘ধোনি ফিনিশ হননি, ধোনি এখনও ফিনিশার।’ তিনি আরও বলেন,‘ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এবং তার উপর খুব বেশি চাপ নাও থাকতে পারে।তাই আমরা ধোনিকে স্বাধীনভাবে ব্যাটিং করতে দেখতে পাচ্ছি। লম্বা শট মেরে বল স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। কন্ডিশন ভালো,মহারাষ্ট্রের ভালো উইকেট আছে এবং তারা ব্যাটিংয়ে গতি পাবে এবং তারা যেভাবে প্রথম বলে ছক্কা মেরেছে তা দেখার পরে মনে হচ্ছে তিনি ভালো ফর্মে রয়েছেন।’
For all the latest Sports News Click Here