ধোনি কি 2022 IPL -এর পরে অবসর নেবেন? বড় ইঙ্গিত দিলেন CSK সিইও
কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি দীর্ঘ দিন ধরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন। CSK কে চারটি শিরোপা জেতানোর পাশাপাশি দলকে পাঁচবার রানার্স আপ করেছিলেন মাহি। এরপরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। ধোনির হঠাৎ করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় অনেকেই অবাক হয়েছেন। এরপরে রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক করা হয়েছে। যদিও চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক বেছে নেওয়া হলেও মাহি দলের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।
চেন্নাইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব অন্য একজন খেলোয়াড়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি রবীন্দ্র জাদেজাকে দলের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছেন।’ জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সিএসকে নেতৃত্ব দেওয়া তৃতীয় খেলোয়াড় হবেন জাদেজা৷ ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধোনি এই মরশুমে এবং তার পরেও চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।’
তবে সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসেরও ধোনির অধিনায়কত্ব ছাড়ার কোনও ধারণা ছিল না। ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন বলেছেন যে ধোনি যে আজ নিজেই ঘোষণা করবেন তার কোনও ধারণা ছিল না। তবে ধোনির সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছেন বিশ্বনাথন। তিনি বলেন,‘ধোনি যদি কোনও সিদ্ধান্ত নেন, তা হবে দলের সর্বোত্তম স্বার্থে।’বিশ্বনাথন বলেন, ‘দেখুন,ধোনি যে সিদ্ধান্তই নেন,সেটা দলের স্বার্থেই। তাই আমাদের চিন্তার কিছু নেই। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি সবসময় আমাদের পথপ্রদর্শক।’
কাশী বিশ্বনাথনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ২০২২ কি ধোনির শেষ মরশুম হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমি মনে করি না এটি তার শেষ মরশুম হবে। যতক্ষণ সে ফিট থাকবে,আমরা চাই সে খেলুক। আমি তাই চাই। আমি জানি না সে কি ভাবছে।’ এটা ধোনির শেষ মরশুম হতে পারে বলে মনে করা হচ্ছে। ধোনির ব্যাটিং এখন আর আগের মতো নেই। এই মরশুমের পারফরম্যান্স ধোনির ভবিষ্যত সম্পর্কে অনেক কিছু বলে দেবে। যাই হোক, ধোনির ইচ্ছা হলে তিনি অবসর নিতে পারেন কারণ এসব কিছুই তার কাছে কোনো ব্যাপার নয়।
For all the latest Sports News Click Here