ধোনি কি নিয়মের ঊর্ধ্বে? স্পিরিট না মানায় মাহিকে তুলোধনা প্রাক্তন ICC আম্পায়ারের
হতে পারেন ক্রিকেটের কিংবদন্তি, তবে মহেন্দ্র সিং ধোনি কখনই নিয়মের ঊর্ধ্বে নন। বরং কিংবদন্তি হওয়ার জন্যই ক্রিকেটের প্রতি আরও বেশি দায়বদ্ধতা দেখানো উচিত ছিল মাহির। জয়ের জন্য অনৈতিক পথে পা না দিয়ে ক্রিকেটের স্পিরিট মেনে চলা উচিত ছিল চেন্নাই দলনায়কের। এমনটাই মত প্রাক্তন আইসিসি আম্পায়ার ডারিল হার্পারের। আসলে চিপকে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে ফিল্ড আম্পায়াররা আটকানো সত্ত্বেও ধোনি যেভাবে ইচ্ছাকৃত সময় নষ্টে মাথিসা পথিরানাকে বল করার সুযোগ করে দেন, তাতে খুশি নন হার্পার।
ধোনির কোন কাজকে অনৈতিক মনে করছেন হার্পার: চিপকে গুটরাট বনাম চেন্নাই আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারের দ্বিতীয় ইনিংসে ঘটে এমন ঘটনা। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭১ রান দরকার ছিল গুজরাটের। হাতে ছিল ৪ উইকেট। সুতরাং, ম্য়াচের রাশ ছিল ধোনিদের হাতেই।
এমন অবস্থায় ধোনি ১৬তম ওভার করার জন্য বল তুলে দেন মাথিসা পথিরানার হাতে। তবে ফিল্ড আম্পায়াররা বাধ সাধেন। কেননা নিজের প্রথম ওভার বল করার পরেই পথিরানা মাঠের বাইরে চলে যান। নিয়ম অনুযায়ী যতক্ষণ সময় বাইরে ছিলেন পথিরানা, মাঠে ততক্ষণ সময় না কাটিয়ে বল করতে পারবেন না তিনি। আম্পায়াররা জানান, আরও ৪ মিনিট সময় অতিক্রান্ত হলে তবেই পথিরানা বল করার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আরও পড়ুন:- WTC Prize Money: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের হারালে মোটা টাকা পুরস্কার পাবেন রোহিতরা, যদিও IPL-এর থেকে অনেক কম
ধোনি-সহ চেন্নাই সুপার কিংসের একাধিক ক্রিকেটারকে এর পর আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধোনি সুকৌশলে আম্পায়ারদের সঙ্গে তর্কা-তর্কিতেই ৪ মিনিটের বেশি সময় কাটিয়ে দেন। ফলে প্রাথমিকভাবে আটকেও শেষমেশ পথিরানাকে বল করার অনুমতি দিতে বাধ্য হন আম্পায়াররা।
হার্পার এই প্রসঙ্গে ধোনিকে তুলোধনা করে কী বলেন: সঙ্গত কারণেই ধোনির এমন আচরণ ভালো চোখে দেখেননি বিশেষজ্ঞরা। সুনীল গাভাসকর তো কমেন্ট্রি বক্স থেকেই বলে বসেন যে, আম্পায়ারের নির্দেশ মেনে চলা উচিত। যদি চাপের ম্যাচে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত জানিয়ে বসেন, তবে সেই সিদ্ধান্তও মেনে নেওয়া উচিত ক্যাপ্টেনদের।
আরও পড়ুন:- শুরু থেকে নয়, অ্যাসেজ সিরিজের মাঝে টেস্ট স্কোয়াডে যোগ দেবেন আনক্যাপড কিপার, আগেভাগে জানিয়ে দিল অস্ট্রেলিয়া
হার্পার মিড ডে-কে এই প্রসঙ্গে বলেন, ‘নিজের পছন্দের বোলারকে গুরুত্বপূর্ণ ১৬তম ওভারে বল করানোর জন্য ধোনি ইচ্ছা করে সময় নষ্ট করে। হতাশাজনক সেই ঘটনার পিছনে এই একটা কারণই আমি দেখতে পাচ্ছি। আমার কাছে এটা ক্রিকেটের স্পিরিটের প্রতি এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধার অভাব বলে মনে হয়েছে। ক্যাপ্টেনের হাতে অন্য বোলিং বিকল্পও ছিল। তবে ধোনি সেদিকে নজর দেয়নি। কিছু মানুষ হয়ত নিয়মের ঊর্ধ্বে এবং এক্ষেত্রে ক্রিকেটের স্পিরিটের ঊর্ধ্বে। কিছু মানুষ জয়ের জন্য কতদূর যেতে পারে, সেটা এভাবে দেখা সত্যিই হতাশাজনক।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here