ধোনি ও CSK-র সঙ্গে সম্পর্কের ফাটল ফের স্পষ্ট, বিতর্কিত পোস্টে ‘লাইক’ জাদেজার
মনের ক্ষত পুরোপুরি মেলায়নি এখনও। বোঝা যাচ্ছে স্পষ্ট। ক্রমাগত ভালো পারফর্ম্যান্স উপহার দেওয়া সত্ত্বেও চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ঢাকা পড়ে যাওয়া যে যন্ত্রণার, নিজের আচরণেই সেটা বুঝিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা।
শুরু থেকে চেন্নাই সুপার কিংসের সুখী সদস্য ছিলেন জাদেজা। ছবিটা পালটাতে শুরু করে গতবছর। জাদেজার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পরেও আইপিএল ২০২২-এর মাঝপথে ক্যাপ্টেন্সির ব্যাটন কেড়ে নেয় সিএসকে। প্রথমত, যে ক’টি ম্যাচে জাদেজা নেতৃত্ব দেন চেন্নাইকে, তাঁকে কার্যত ধোনির হাতের পুতুল মনে হয়। তবে প্রত্যাশা মতো ফল না মেলায় নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার ঘটনা আঘাত করে জাদেজাকে। বহু টালবাহানার পরে শেষমেশ চিড় ধরা সম্পর্ক জোড়া লাগে। তবে দাগটা যে মিলিয়ে যায়নি, সেটা পরিষ্কার হল আরও একবার।
বুধবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবীন্দ্র জাদেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাদেজার কাছে জানতে চাওয়া হয় যে, যেহেতু তিনি দারুণ ব্যাটিং করছেন, তাই কখনও কি একটু উপরের দিকে ব্যাট করার কথা মনে হয় না তাঁর? জবাবে জাদেজা হাসি মুখেই জানান যে, উপরের দিকে ব্যাট করলে সমর্থকরা তার আউট হওয়ার অপেক্ষা করবেন, যাতে ধোনি ব্যাট করতে নামতে পারেন। তার থেকে ভালো নীচের দিকে ব্যাট করা।
জাদেজার এই মন্তব্যের প্রেক্ষিতেই সোস্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লেখেন যে, ‘জাদেজা হাসিমুখে কথাগুলো বললেও ভিতরে অনেক যন্ত্রণা লুকিয়ে রয়েছে। বিশ্বাস করুণ, এটা একটা ট্রমা। ভাবুন একবার, নিজের দলের সমর্থকরাই আপনাকে সমর্থন করছে না। আপনি কখন আউট হবেন, সেই অপেক্ষায় রয়েছেন সবাই। ৩টি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতা সত্ত্বেও আপনার সমালোচনা করা হচ্ছে।’
উল্লেখযোগ্য বিষয় হল, এই বিতর্কিত টুইটটি লাইক করেন রবীন্দ্র জাদেজা। যার অর্থ, তিনি যে মনের দুঃখে কথাগুলি বলেছেন এবং ধোনির জন্য চেন্নাইয়ে তাঁর কৃতিত্ব যে দাম পাচ্ছে না, সেই বিষয়টিকেই কার্যত সিলমোহর দিয়ে দেন জাদেজা।
For all the latest Sports News Click Here