ধোনির CSK-র যোগ্য ‘ভাই’, স্যামসের ১৮ বলে ৪২ রানে উদ্বোধনী MLC-র প্লে-অফে টেক্সাস
যত ম্যাচ শেষ হচ্ছে এমএলসি টুর্নামেন্টের ম্যাচগুলি ততটাই আকর্ষণীয় হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় টেক্সাস সুপার কিংস ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। সেই ম্যাচে দূরন্ত জয় পেল সুপার কিংসরা। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ড্যানিয়েল স্যামসের ঝোড়ো ইনিংসে জয় পায় তারা।
এদিনের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসরা ৮ উইকেট হারিয়ে করে ১৭১ রান করে। সান ফ্রান্সিসকোর হয়ে সবচেয়ে বেশি রান করেন ম্যাথিউ ওয়েড। তাঁর ৪৯ রানের ইনিংসের দৌলতে ১৭১ রানের গন্ডিতে যেতে পারে তারা। এছাড়া চৈতন্য বিষ্ণোই ৩৫ রান করেন। বাকি ক্রিকেটাররা বিশেষ কিছু করতে পারেনি। সুপার কিংসের বোলার জেরাল্ড কোয়েটজি একা ৪ উইকেট নিয়ে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মেরুদন্ড ভেঙে দেন। এই বোলার চার ওভার বল করে ৩১ রান দেন। এছাড়াও টেক্সাসের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ড্যানিয়েল স্যামস।
জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে যায় আইপিএলে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির দল টেক্সাস। ১৩ ওভারে মাত্র ৯১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারার দিকে চলে যেতে থাকে তারা। সেই জায়গা থেকে ম্যাচের হাল ধরেন ড্যানিয়েল। চালিয়ে খেলতে থাকেন তিনি। তার এই ইনিংসে মারেন ২টি চার ও ৪টি ছয়। এছাড়াও ৫২ রানের ইনিংস খেলেন ওপেনার মিলিন্দ কুমার। ৪২ বলে এই রান করেন তিনি। মিলিন্দ তাঁর ইনিংসে মারেন চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। ম্যাচে হারের মুখে গিয়েও পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।
এই ম্যাচ জিতে নেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সাস সুপার কিংস তৃতীয় দল হিসেবে এমএলসি লিগের তৃতীয় দল হিসেবে প্লেঅফে জায়গা করে নিয়েছে। এর আগে ওয়াশিংটন ফ্রিডম ও সিয়াটল অরর্কাস প্রথম দুই দল হিসেবে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে প্রথম বছরের মেজর লিগ ক্রিকেটে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। পাঁচ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছে তারা। যে চারটি দল প্লেঅফে জায়গা করে নেবে তাদেরকে নিয়ে পরবর্তী অংশের খেলা শুরু হবে।
For all the latest Sports News Click Here