ধোনির সঙ্গে কি ঝামেলা? অবশেষে মুখ খুললেন ভাজ্জি
‘সে তাঁর জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর আমি আমার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম।’ এমএস ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন হরভজন সিং। তাদের সম্পর্কে কি কোনও ফাটল ছিল সেটা নিয়েই কথা বলেছেন হরভজন সিং। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং সম্প্রতি বলেছেন যে এমএস ধোনির সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। দুজনের মধ্যে ফাটলের খবর অস্বীকার করেছেন তিনি। হরভজন উল্লেখ করেছেন যে তারা বহু বছর ধরে আন্তর্জাতিক স্তরে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উভয় ক্ষেত্রেই ড্রেসিংরুম ভাগ করেছেন। তাদের মধ্যে একটি দুর্দান্ত বন্ধন ছিল বলেই জানিয়েছেন ভাজ্জি। পঞ্জাবে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার অবশ্য উল্লেখ করেছেন যে তিনি প্রায়শই ধোনির সঙ্গে দেখা করেন না, কারণ তারা দুজনেই তাদের নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
আরও পড়ুন… ATK Mohun Bagan FC vs Bengaluru FC Live: সুনীলের গোলে সমতায় ফিরল বেঙ্গালুরু
হরভজন সিং ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস ইয়ারি’-তে ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কথা বলেছেন। হরভজন বলেছেন, ‘কেন এমএস ধোনির সঙ্গে আমার সমস্যা হবে? আমরা ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এবং আমরা খুব, খুব ভালো বন্ধু ছিলাম এবং এখনও আছি। সে তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল, এবং আমি আমার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এবং আমরা সেটা করি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রায়ই দেখা হয় না। কিন্তু আমাদের সম্পর্কে কোনও ফাটল নেই।’ ভাজ্জি বলেন, ‘আমি যতদূর জানি, সে আমার কোনও সম্পত্তি কেড়ে নেয়নি (হাসি)। তবে হ্যাঁ, আমি তাঁর কিছু সম্পত্তি, বিশেষ করে তাঁর খামারবাড়িতে বেশ আগ্রহী।’
আরও পড়ুন… বিরাট বা রোহিত নন, IPL-র সবচেয়ে বড় রেকর্ড ভাঙবেন এই তারকা- গেইলের ভবিষ্যদ্বাণী
ভারতীয় দলের অংশ হওয়া ছাড়াও, হরভজন এবং ধোনি চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এক সঙ্গে খেলেছেন। অভিজ্ঞ এই অফ-স্পিনার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন বছর ছিলেন এবং ২০১৮ সালে তাদের শিরোপা জয়ী প্রচারেরও অংশ ছিলেন। বেন স্টোকস নিয়েও কথা বলেছেন তিনি। ভাজ্জি বলেন, ‘বেন স্টোকস আপনাকে টুর্নামেন্ট জেতাতে পারে। বেন স্টোকসকে সিএসকে দলের সঙ্গে দেখা খুব সুন্দর। তিনি টেবিলে অনেক কিছু নিয়ে আসবে। চ্যাম্পিয়নরা জানে কিভাবে ম্যাচ জিততে হয়। সিএসকে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন হিসাবে এমএস ধোনি আছে, এবং এখন স্টোকস এসেছেন, যিনি আজ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন।’ উল্লেখযোগ্যভাবে, গত বছর আইপিএল ২০২৩ মিনি-নিলামে CSK স্টোকসের পরিষেবাগুলি ১৬.২৫ কোটিতে দলে নিয়েছে। ৩১শে মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মরশুমের উদ্বোধনী ম্যাচে এমএস ধোনির নেতৃত্বাধীন দল গুজরাট টাইটানসের এর সঙ্গে লড়াই-এ নামবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here