ধোনির মগজাস্ত্র তো আছেই, CSK-র বিরুদ্ধে এই ৫ কাজ না করলে আবারও হারবে KKR!
টানা তিনটি ম্যাচে হারের পর আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের আগে একাধিক সমস্যায় জর্জরিত নাইট ব্রিগেড। যে সব সমস্যার কারণে আইপিএলের লিগ তালিকায় আট নম্বরে ধুঁকছেন নীতীশ রানারা। সেই পরিস্থিতিতে ‘সুপার সানডে’-র ব্লকবাস্টার লড়াইয়ে কেকেআর কোনওভাবেই পাঁচটি ভুল করতে পারবে না। ওই পাঁচটি ভুল করলেই টানা চারটি ম্যাচে কেকেআরের হার আটকানো যাবে না।
ওপেনিং জুটিতে রান চাই কেকেআরের
এবার আইপিএলে ছ’টি ম্যাচ হয়ে গেলেও কেকেআরের ওপেনিং জুটিতে রান উঠছে না। তিনবার ওপেনিং জুটি পালটেও কোনও লাভ হয়নি। এমন অবস্থা হয়েছে যে তিন নম্বর ব্যাটার ড্রেসিংরুমে ঠিক করে বসার সুযোগ পাচ্ছেন না, ততক্ষণে প্রথম উইকেট পড়ে যাচ্ছে। এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের ওপেনিং জুটিতে সর্বোচ্চ ২৬ রান উঠেছে। তাছাড়া পঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে প্রথম উইকেটে ১৩ রান, গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২০ রান, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১ রান এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রান করেছে কেকেআর। যা কেকেআরের মাথাব্যথার কারণ করে দাঁড়িয়েছে। শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি যাচ্ছে। ফলে রানের গতি কমে যাচ্ছে।
আরও পড়ুন: IPL 2023: সেরা একাদশ খুঁজে পাওয়ার চেষ্টা করছি- ৬ ম্যাচ হওয়ার পরেও অজুহাত KKR-এর বোলিং কোচের
সেই পরিস্থিতিতে রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনিং জুটিতে রান চাই কেকেআরের। বিশেষত ধোনির হাতে যে ওপেনিং বোলাররা আছেন, তাঁরা অতটাও অভিজ্ঞ নন (মাথিশা পাথিরানা)। ফলে তাঁদের যদি ‘টার্গেট’ করা যায়, তাহলে চাপে পড়ে যাবে চেন্নাই। নাহলে একবার স্পিনার আক্রমণে আনলেই পুরো দাবাড়ুর মতো খেলা নিয়ন্ত্রণ করতে শুরু করে দেবেন ধোনি। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে গেলে ওপেনিং জুটিতে কেকেআরকে বড় রান করতেই হবে। আপাতত যা ইঙ্গিত, তাতে লিটন দাস এবং জেসন রয়ই ওপেন করবেন।
CSK-র প্রথম ৩ ব্যাটারকে দ্রুত আউট করা
এবার আইপিএলে চেন্নাইয়ের ব্যাটিংয়ে সাফল্য অনেকাংশে নির্ভর করেছে প্রথম তিনজনের উপর। প্রাথমিকভাবে শুরুটা করেন রুতুরাজ গায়কোয়াড়। তারপর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন কনওয়ে। শেষ তিন ম্যাচে অর্ধশতরান করে চেন্নাইয়ের ইনিংসের ভিত্তি তৈরি করে দিয়েছেন (৫০ রান, ৮৩ রান এবং অপরাজিত ৭৭ রান)। সেইসঙ্গে অজিঙ্কা রাহানেও আছেন। যিনি এবার ১৮১.৫৭ স্ট্রাইক রেটে রান করছেন।
সেই পরিস্থিতিতে রুতুরাজ, কনওয়ে এবং রাহানেকে দ্রুত আউট করতে হবে। কারণ শিবম দুবে, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজারা সেরকম ছন্দে নেই। দুবে একটি ম্যাচে রান করেছেন। কিন্তু সেখানেও তাঁকে সেই স্বাধীনতা দিয়েছিলেন কনওয়ে। রাহানেদের দ্রুত আউট হয়ে গেলে দুবেদের ইনিংস গড়তে হবে (দুবে স্পিনারদের বিরুদ্ধে তুলনামূলকভাবে ভালো খেলেন, সেটাও মাথায় রাখতে হবে)। ধোনিও এবারের আইপিএলে এখনও ইনিংস গড়ার কাজ করেননি। সেই বিষয়টি কাজে লাগাতে হবে কেকেআরকে।
কেকেআরের বোলিং লাইন-আপের উন্নতি
এবার আইপিএলে কেকেআরের পেসার ব্রিগেড হতাশ করেছে। সার্বিকভাবে স্পিনাররাও একাধিক ম্যাচে ভালো করেননি। কেকেআর যে টানা তিনটি ম্যাচে হেরেছে, সেটার একটি বড় দায় নিতে হবে বোলিং বিভাগকে। চেন্নাইয়ের বিরুদ্ধে যদি কেকেআর সেই ভুল না শুধরে দেয়, তাহলে বড় বিপদ অপেক্ষা করে আছে। এমনিতেও এবার তো ক্রিকেট মহলে একটি জোকস ছড়িয়ে পড়েছে, যে খেলোয়াড়রা ফর্মে নেই, তাঁদের কেকেআরের বিরুদ্ধে খেলা উচিত। তাহলেই ফর্ম ফিরে পাবেন। আর চেন্নাইকে তো কোনও সুযোগই দিতে পারবেন না কেকেআরের বোলাররা। বাড়তি দায়িত্ব নিতে হবে আন্দ্রে রাসেলকে। একটু ভুলচুক হলেই ম্যাচ হাতছাড়া হয়ে যাবে।
আরও পড়ুন: লিটন না গুরবাজ! টানা তিন ম্যাচে হারের পরে কি ধোনির CSK-র সামনে বদলাবে KKR-এর একাদশ?
চেন্নাইয়ের স্পিনিং বিভাগ ও ধোনির মগজাস্ত্র
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের স্পিনারদের রহস্যভেদ করতে হবে। কারণ স্পিনিং বিষয়টা বরাবরই ধোনির হাতের মুঠোয় থাকে। এবার আইপিএলেই একাধিকবার এমন হয়েছে যে স্পিনারদের এনে খেলার রং পুরো পালটে দিয়েছেন ধোনি। তাই চেন্নাইয়ের স্পিনাররা যে কমপক্ষে ১২ ওভার বল করবেন, তাতে রানের উপায় খুঁজতে হবে কেকেআরের ব্যাটারদের। স্পিনারদের বিরুদ্ধে একবার খোলসে ঢুকে গেলেই ছড়ি ঘোরাবেন ধোনি।
কেকেআরের ফিল্ডিংয়ে উন্নতি
এবার আইপিএলের প্রথম থেকেই ফিল্ডিং ডুবিয়েছে কেকেআরকে। দিল্লির বিরুদ্ধে তো দুটি সহজতম স্টাম্পিং ফস্কে দেন লিটন দাস। তার ফলে হেরে যেতে হয় কেকেআরকে। চেন্নাইয়ের বিরুদ্ধে যদি কেকেআর ফিল্ডিংয়ে উন্নতি না করে, তাহলে কপালে ভয়ংকর দুঃখ আছে। বিশেষত ইডেনের মাঠ মখমলের মতো। একবার বল পড়লেই বাউন্ডারির দিকে ছুটে যায়। আবার বাউন্ডারিও ছোটো। তাই যা ফিল্ডিংয়ে কোনওরকম ভুল করা যাবে না।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here