ধোনির প্রযোজনা সংস্থার প্রথম ছবি, কেমন হল ট্রেলার, কারা কারা আছেন?
আসছে এমএস ধোনির প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম ছবি ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে LGM। সোমবার মু্ক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি পুরোপুরি বিনোদনমূলক বলে জানানো হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
সোমবার ধোনি এন্টারটেইনমেন্টের তরফে ছবির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘LGM একটি রঙিন ও মজার বিনোদনমূলক ছবি, জুলাইতে এটি বড়পর্দায় আসছে।’ রোম্যান্টিক কমেডি এই ছবিতে অল্পবয়সী যুবক-যুবতীকে বিয়ে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। এটি একটি তামিল ছবি। রমেশ তামিলমণি পরিচালিত এই ছবির মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
আরও পড়ুন-সাদা ধুতি-পাঞ্জাবি পরে ‘বাঘাযতীন’-এর ছবির সামনে দাঁড়িয়ে, শ্যুটিং শেষে দেব লিখলেন…
আরও পড়ুন-‘নগ্ন হতে পারব না, তবে OTT-তে সমকামীর চরিত্রে আপত্তি নেই’, বলছেন নার্গিস ফাকরি
রবিবার চেন্নাইতে ছিল LGM-এর ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। ছবির নায়ক হরিশ কল্যাণ, যিনি কিনা ২০১০ সালে ‘ওহ মানাপেনে’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো ছবিতে কাজ করেছেন। ছবির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০১৮ সালে তামিল ছবি ‘নাচিয়ার’ হাত ধরে বড়পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলুগু ছবি ‘সেলফিশ’ও অভিনয় করেছেন তিনি।
লেটস গেট ম্যারিড-এ হরিশ কল্যাণের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নাদিয়া মইদু। অভিনেত্রী ১৯৮৪ সালে নক্কেথা দুরাথু কান্নুম নাট্টু দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। তারপর থেকে, ৫০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ছবিতে রয়েছেন যোগী বাবু, যিনি কিনা একজন কৌতুকাভিনেতা। অভিনয়ে আসার আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। ছবিতে রয়েছেন আরজে বিজয় যিনি কিনা অন্যান্য অভিনেতাদের তুলনায় নতুন। রেডিও জকি ও অ্যাঙ্কর হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তিনি ২০২২-এ শিবকার্থিকেয়নের ‘ডন’-এর হাত ধরে অভিনয়ে পা রাখেন।
LGM-এ রয়েছেন ভেঙ্কট প্রভু। যিনি অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালক ও গায়ক। তিনি ২০০২ সালে এপ্রিল ‘মাধাথিল’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও লক আপ, কাস্টডি সহ আরও অনেক ছবিতে কাজ করেছেন।
For all the latest entertainment News Click Here