ধোনির থেকে শার্টে অটোগ্রাফ নেওয়া গাভসকরই এবার বেজায় চটলেন CSK অধিনায়কের ওপর!
কয়েকদিন আগেই মেন্দ্র সিং ধোনির থেকে নিজের শার্টে অটোগ্রাফ নিয়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভসকর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ধোনিকে নিয়ে কথা বলতে গিয়ে গাভসকর পরবর্তীতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে গতকাল প্রথম কোয়ালিফায়ারের সময় সেই ধোনির বিরুদ্ধেই বেজায় চটলেন সানি। ১৬তম ওভারে মথিশ পথিরানাকে দিয়ে বল করানোর জন্য মাঠে সময় নষ্ট করেন ধোনি। সেই প্রসঙ্গে ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভসকর বলেন, ‘আম্পায়ার যদি ভুলও হয়ে থাকেন, সেই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত’। গাভসকরের গলায় বিরক্তির ছাপ স্পষ্ট ছিল।
উল্লেখ্য, গতকালকের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬তম ওভারের আগে বেশ কিছুক্ষণ ‘সময় নষ্ট’ করেন ধোনি। কারণ তিনি মথিশ পাথিরানাকে দিয়ে বল করাতে চাইলেও আইসিসি-র নিয়মের জটে তা করতে দিচ্ছিলেন না আম্পায়াররা। প্রসঙ্গত, সেই ওভরে বল করার আগে প্রায় ৯ মিনিট মাঠের বাইরে ছিলেন পাথিরানা। তাই নিয়ম অনুযায়ী, তাঁকে ‘পেনাল্টি টাইমে’র পরই বল করার অনুমতি দেওয়া হত। এই আবহে সেই ‘পেনাল্টি টাইম’ নষ্ট করে মহিশ পাথিরানাকে দিয়েই বল করান ধোনি। যা নিয়ে শুর হয়েছে বিতর্ক।
প্রসঙ্গত, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি ৮ মিনিটের বেশি মাঠের বাইরে থাকেন, তাহলে মাঠে ফেরার পর সঙ্গে সঙ্গে ব্যাট বা বল করতে দেওয়া হবে না তাঁকে। বোলিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় যতক্ষণ মাঠের বাইরে থেকেছেন, ততক্ষণ ফিল্ডিং করতে হবে তাঁকে। ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথম ইনিংসের শেষে যতক্ষণ সংশ্লিষ্ট ক্রিকেটার মাঠের বাইরে থাকবেন, তাঁর দলের ব্যাটিং ইনিংসে ততক্ষণ অতিক্রান্ত হওয়ার পর তিনি মাঠে নামতে পারবেন। অর্থাৎ, কোনও ব্যাটার যদি ৩ নম্বরে নামেন। তবে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় শেষ ১০ মিনিট তিনি মাঠে ছিলেন না। এদিকে তাঁর দলের ব্যাটিংয়ের সময় প্রথম বলেই একজন ওপেনার আউট হন, তাহলে তিন নম্বরে নামতে পারবেন না সেই খেলোয়াড়। তাঁর দলের ব্যাটিং ইনিংসের ১০ মিনিট পার হওয়ার পর যদি কোনও ব্যাটার আউট হন, তখন তিনি নামতে পারবেন।
পাথিরানাকে দিয়ে বল করানোর জন্য, পেনাল্টি সময়ের চার মিনিট আম্পায়ারের সঙ্গে কথা বলেই কাটিয়ে দেন তিনি। তাতে শেষ ওভারে ‘ফিল্ডিং পেনাল্টি’ হজম করতেও রাজি ছিলেন ধোনি। তবে সেই সময় টিভির ধারাভাষ্যকাররা ধোনির এই ‘ছল’ নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি সুনীল গাভাসকরও এই নিয়ে মুখ খুলেছিলেন। পরে বিজয় শংকর নিশ্চিত করেন যে পাথিরানাকে দিয়ে বল করানোর জন্যই ধোনি মাঠে ৪ মিনিট সময় নষ্ট করেন।
For all the latest Sports News Click Here