ধোনির-জাদেজার ঝামেলা নেই, দর্শকদের আচরণে হয়তো দুঃখ পেয়েছিল, সাফাই CSK কর্তার
এই বছর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি জাদেজাকে কোলে তুলে নিয়ে জয় উদযাপন করেন। কিন্তু বছরের মাঝ পথে রবীন্দ্র জাদেজা ও মাহির সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে জল্পনা দেখা যায় এই বছর ফের আইপিএল চ্যাম্পিয়ান হয়েছে চেন্নাই সুপার কিংস। এমনকী গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন জাদেজা। কিন্তু দলের হতাশা জনক পারফরম্যান্সের জন্য মাঝপথেই তাঁকে সরিয়ে ফের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। সেই থেকে জল্পনা শুরু। এই বছরও সোশ্যাল মিডিয়ায় নাম না করে ধোনির সমর্থকদের কটাক্ষ করেন তিনি। তবে তাদের ঝামেলা যে শুধু গুজব ছিল সম্প্রতি তা জানিয়েছেন সিইও কাসি বিশ্বনাথ।
এই বছর ধোনি জাদেজা ঝামেলার গুজব বারবার ফিরে এসেছে। জাদেজা একবার সম্প্রচারকারী চ্যানেলকে ভক্তদের ‘উই ওয়ান্ট ধোনি’ স্লোগান দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘ওরা আমার আউট হওয়ার জন্য অপেক্ষা করছে। উল্লেখ্য এই মরশুমে আইপিএলে চেন্নাই যেখানে খেলেছে সেখানে ধোনিকে সমর্থনের জন্য সমর্থকদের সংখ্যা ছিল চোখে পড়ার। এর পর জাদেজা টুইটারে একাধিক রহস্যময় পোস্ট করেছেন। যদিও তিনি এক জায়গাতেও ধোনির নাম উল্লেখ করেননি। পুরো বিষয়ে নীরবতা ভেঙ্গে বিশ্বনাথন জানান যে, জাদেজার খারাপ লাগতে পারে তবে ধোনির প্রতি তাঁর কোনও বিরোধী অনুভূতি ছিল না।
তিনি বলেন, ‘যতদূর মনে হয় জাদেজার খারাপ লেগেছে। ব্যাটিং করার সময় আমাদের রুতুরাজ, কনওয়ে, মইন, রাহানেদের লাইন আপের মাঝে যখনই জাদেজা ব্যাট করতে যেত ইনিংসের ৫-১০ বল থাকত। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে ক্লিক করা যায়। কখনও আবার করা যায় না। কিন্তু ব্যাপারটা হল ও জানত ধোনিকে পরের ম্যাচে নামতে হতে পারে, এমন পরিস্থিতিতে যখনই ও মাঠে গিয়ে ধোনিকে স্বাগত জানানোর জন্য চিৎকার শোনে ও হয়ত আঘাত অনুভব করেছে। এই বিষয়ে যে কোনও ক্রিকেটারের উপর সেই চাপ থাকতে পারে। তবে জাদেজা একটি টুইট করলেও ও এটি নিয়ে অভিযোগ করেনি।’
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে জাদেজার সঙ্গে ধোনির উত্তপ্ত কথোপকথন যা দুই ক্রিকেটারদের মধ্যে ঝামেলার বিষয়টিকে আরও উসকে দেয়। ম্যাচের পর বিশ্বনাথনকে জাদেজার সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে সব জল্পনায় জল ঢেলে ম্যাচ জিতিয়ে ধোনির কোলে উঠে পড়েন জাদেজা। তারপর সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির ছবি দিয়ে দেন তিনি।
এই বিষয়ে সিইও বলেন, ‘এটা সবই খেলার অংশ। খেলা শেষ হওয়ার পরে লোকেরা অনলাইনে ভিডিয়ো দেখে মনে করেছে আমি জাদেজাকে শান্ত করছি। কিন্তু ব্যাপারটা এরকম কিছুই ছিল না। আমি ওর সঙ্গে ম্যাচ সম্পর্কে কথা বলছিলাম। দলের পরিবেশে সবাই জানে, ড্রেসিংরুমে কী হয়, বাইরে কেউ তা গোপন রাখে না। আমাদের কোনও সমস্যা নেই। ধোনির প্রতি তাঁর সবসময়ই শ্রদ্ধা ছিল। জল্পনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন জাদেজা। কিন্তু দলের হতাশা জনক পারফরম্যান্সের জন্য মাঝপথে তাকে সরিয়ে ফের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। সেই থেকে জল্পনা শুরু। এই বছরের মাঝপথে ধোনি এবং জাদেজার মাঠেই ঝামেলা লাগে। জাদেজা টুইটারে আনফলো করে দেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে। তবে তাদের ঝামেলা যে শুধু গুজব ছিল সম্প্রতি তা জানিয়েছেন সিইও।
For all the latest Sports News Click Here