ধোনির জন্য ‘পিঙ্ক’ সিটি হল হলুদ! ঘরের মাঠে ‘অ্যাওয়ে ম্যাচ’ খেলায় অবাক নন জয়সওয়াল
শুভব্রত মুখার্জি: মহেন্দ্র সিং ধোনি গোটা ভারতবর্ষ তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে একটা আবেগের নাম।ক্রিকেট মাঠে তাঁর ঠান্ডা মাথা, ধৈর্য্যশীল উপস্থিতি বারবার আকর্ষণ করেছে দর্শকদের। অনেকে তাঁকে আদর করে ডাকেন ‘ক্যাপ্টেন কুল’, অনেকে আবার বলেন ‘মাহি’। ধোনির নেতৃত্বে এই মুহূর্তে আইপিএলে খেলছে চেন্নাই সুপার কিংস দল। আইপিএলে ধোনির নেতৃত্বাধীন সিএসকে চারবার শিরোপাও জিতেছে। ফলে এত সফল একজন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার যে প্রান্তেই ক্রিকেট খেলুক না কেন তাঁর জন্য যে আলাদা সমর্থন থাকবে তা বলাই বাহুল্য। সেকথা মেনে নিয়েছেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালও। তিনি স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন অ্যাওয়ে ম্যাচেও ধোনির সিএসকের প্রতিও অকুন্ঠ সমর্থন রয়েছে সমর্থকদের। আর তাতে একটুও বিস্মিত নন যশস্বী।
২১ বছর বয়সি বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ‘আমি সমর্থকদের ওঁর (ধোনির) প্রতি ভালোবাসা,আবেগটা বুঝি। ধোনি নামটাই আলাদা একটা উন্মাদনা তৈরি করে।আমরা সেটা বুঝি। ধোনিকে ভালোবাসে না এমন কেউ নেই। নিজের দলের ক্রিকেটাররা তো বটেই এমনকি বিপক্ষের ক্রিকেটাররাও তাঁকে খুব ভালোবাসে। এমনকি তাদের সমর্থকরাও ভালোবাসে। আমি নিজেও ধোনির খেলার অনুরাগী। ওল খেলা দেখতে, ব্যাটিং দেখতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও ধোনির খেলার বড় ভক্ত। তবে এটা আমাদেরকে মেনে নিয়েই এবার থেকে নিজেদের খেলায় মনোযোগী হতে হবে। ধরেই নিতে হবে সিএসকে এবং ধোনি যেখানেই খেলুক না কেন দর্শকদের বেশি মাত্রায় সমর্থন পাবেই।’
সওয়াই মান সিং স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান ‘আমাদের শেষ ম্যাচেও আমরা জয়পুরে ভালো সমর্থন পেয়েছি দর্শকদের থেকে। আমি আশা করব যে এই আইপিএলের প্রতিটি ম্যাচেই আমরা দর্শকদের থেকে অকুণ্ঠ সমর্থন পাব। মাঠে ধোনির উপস্থিতিতেও আমরা সেটা পাব বলেই আশা রাখি। আমরা শেষ দুটি ম্যাচে খুব কাছাকাছি এসেও হেরেছি। তবে এটাও খেলার অঙ্গ। আমাদেরকে সেটা মানতেই হবে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটা ভুলে যেতে হবে। কঠোর অনুশীলন করতে হবে। মাঠে জয় ছিনিয়ে নিয়ে আসাটাই লক্ষ্য হবে।’
For all the latest Sports News Click Here