ধোনির কাছে ‘বিশেষ’ কিছু শিখতে চান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা
শুভব্রত মুখার্জি: মেগা নিলামে প্রথম দল হিসেবে ২৫ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছিল চেন্নাই সুপার কিংস দল। রিটেন করা ক্রিকেটারদের ছাড়াও মেগা নিলামের মধ্যে দিয়ে একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিএসকে। দীপক চাহার, ডোয়েন ব্রাভো, রবীন উথাপ্পা এবং আম্বাতি রায়াডুকে দলে ফেরাতে সক্ষম হয়েছে সিএসকে। দলে জায়গা পেয়েছেন সদ্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীর দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার। ভারতের হয়ে বিশ্বকাপে ১৮৫.৭১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রাজবর্ধন। এছাড়া ও তিনি ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। রাজবর্ধন আবার ধোনির ভক্ত। আইপিএলে ধোনির সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পাবেন তিনি। সেখানেই ধোনির থেকে একটি ‘বিশেষ’ জিনিস শিখতে চান রাজবর্ধন হাঙ্গারগেকার।
তিনি জানান ‘আমি বরাবর ধোনির ডাই-হার্ড ভক্ত। আমার বাবা ধোনিকে খুব পছন্দ করেন। তিনি সবসময় চাইতেন আমা সিএসকের হয়ে খেলি। আমি খুব খুশি এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়ে।’ বিসিসিআইয়ের তরফে পোস্ট করা এক ভিডিওতে এমনটাই বলতে শোনা গিয়েছে রাজবর্ধন হাঙ্গারগেকারকে।
তিনি পরবর্তীতে আরও বলেন ‘বিশ্ব ক্রিকেটে অনেক কোচ আছে যারা তোমাকে স্কিলের প্রশিক্ষণ দিতে পারে। তবে উনি (ধোনি) এমন একজন যিনি আমকে মাইন্ডসেটের বিষয়ে প্রশিক্ষণ দিতে পারেন। যাতে করে আমি আমার মাথা কঠিন সময়ে ঠান্ডা রাখতে পারি। আমি ওর কাছে এই বিষয়ে উপদেশ চাইব। আমি জীবনে এই সুযোগ বারবার পাব না।’
For all the latest Sports News Click Here