ধোনির অ্যাচিভমেন্টের অর্ধেক করতে পারাটাই রিজওয়ানের কাছে বিরাট: সলমন বাট
শুভব্রত মুখার্জি: সংক্ষিপ্ত ফর্ম্যাটে পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের ডানহাতি উইকেট রক্ষক ওপেনিং ব্যাটার মহম্মদ রিজওয়ান এক নতুন সেনসেশনের নাম। ব্যাট হাতে যিনি গত মরশুমটা বিপক্ষ বোলারদের কার্যত শাসন করে গিয়েছেন। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান পৌঁছনোর পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। উল্লেখ্য টি-২০ ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ব্যাটার যিনি এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার নজির গড়েছিলেন। এর পাশাপাশি ধোনিকে পিছনে ফেলে এক ক্যালেন্ডার বর্ষে টি-২০ তে উইকেট রক্ষক হিসেবে সর্বাধিক আউটের নজিরও গড়েছেন তিনি। যেখানে ধোনির নজির ছিল ৩৯ শিকার ধরার সেখানে তাকে টপকে ৪৭ শিকার ধরেন রিজওয়ান। আর এরপর থেকে অনেকেই রিজওয়ানকে, ধোনির সঙ্গে তুলনা শুরু করেছেন। যে প্রসঙ্গে প্রাক্তন পাকিস্তানি ওপেনার সলমন বাট মনে করেন ধোনি যা অ্যাচিভ করেছে তার অর্ধেকটাও রিজওয়ান করতে পারলে তা তারপক্ষে অনেক বড় ব্যাপার হবে।
প্রসঙ্গত ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জিততে সক্ষম হয়েছে। ঝাড়খন্ডের রাঁচি শহর থেকে উঠে এসেছে ধোনি যা করেছেন তা এককথায় অবিশ্বাস্য। উল্লেখ্য রিজওয়ান ছাড়া একমাত্র ঋষভ পন্তের তুলনা করা হয়েছে ধোনির। অপরদিকে ২০২১ সালে রিজওয়ান ৪৫ ইনিংসে ২০৩৬ রান করে। তার গড় ছিল ৫৬.৫৫।স্ট্রাইক রেট ১৩২.০৩। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে সলমন বাট বলেন ‘রিজওয়ান একজন বেশ শান্ত স্বভাবের ছেলে। আমি মনে করি ও ভবিষ্যতের দলনেতা। তবে এক্ষুণি এতদূর যাওয়ার প্রয়োজন নেই। ধোনির অ্যাচিভমেন্টের অর্ধেক করতে পারলেও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রিজওয়ানের নাম একজন বড় ক্রিকেটার হিসেবেই গন্য হবে। আমি মনে করি ওর সেটা করা ক্ষমতা রয়েছে। ওর কোন বাধ্যবাধকতা নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর সঙ্গে এতবড় তুলনা করাটাও ঠিক হবে না।’
For all the latest Sports News Click Here