ধোনিকে পেছনে ফেললেন, T20-তে অধিনায়ক হিসেবে নয়া নজির মর্গ্যানের
শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ অব্যাহত। একের পর এক ম্যাচে তারা আধিপত্যের সাথে জিতে চলেছে। আর তাদের এই জয়ের ‘সারথি’ তাদের অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। সোমবার রাতে আমিরশাহিতে শ্রীলঙ্কা দলকে হারানোর পরে অধিনায়ক হিসেবে নয়া নজির গড়ে ফেললেন তিনি। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি এবং সদ্য অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানকে। টি-২০ আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সুপার ওভার, বোল আউট হওয়া ম্যাচের পরিসংখ্যান ধরে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন তিনি।
সোমবার শারজাতে প্রথমে ব্যাট করতে নেমে জোস বাটলারের অনবদ্য অপরাজিত শতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড। বাটলার ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক মর্গ্যান তাঁকে যোগ্য সঙ্গত করেন। তিনি করেন ৪০ রান। জবাবে ১৩৭ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। হাসারাঙ্গা ৩৪, শানাকা ও রাজাপক্ষে ২৬ রান করলেও লঙ্কানদের কাঙ্খিত জয় এনে দিতে পারেননি।
উল্লেখ্য সদ্য শেষ হওয়া আইপিএলে ও মর্গ্যানের নেতৃত্বে কেকেআর অসম্ভবকে সম্ভব করে ফাইনালে উঠেছিল। চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই তাঁর দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আর শ্রীলঙ্কা ম্যাচ জয়ের মধ্যে দিয়ে নয়া নজিরও স্থাপন করে ফেলেছেন তিনি। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই নজির :-
∆ টি-২০ তে অধিনায়ক হিসেবে (সুপার ওভার+বোল আউট মিলিয়ে) সর্বাধিক জয় :-
১) ইয়ান মর্গ্যান :-৪৩
২) আসগর আফগান :- ৪২
৩) মহেন্দ্র সিং ধোনি :- ৪২
For all the latest Sports News Click Here