‘ধোনিকেও একটু কৃতিত্ব দিন’, যুবরাজ সিংয়ের টুইটে বিরক্তি প্রকাশ মাহি অনুরাগীদের
বিশ্বকাপ জয়ের মতো বড় সাফল্যকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা একযোগে স্মরণ করেন বছরের পর বছর ধরে। মাঝে মধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যের বর্ষপূর্তিতে বিসিসিআই ও আইসিসি ক্রিকেটপ্রেমীদের স্মরণ করিয়ে দেন প্রাক্তন তারকাদের বিশেষ কৃতিত্বের কথা। ‘ওই বছরে এই দিনে’ সেহওয়াগ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বা ‘এত বছর আগে ঠিক এই দিনটিতে’ যুবরাজ এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন জাতীয় বহু পোস্ট ঘোরাফেরা করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে প্রাক্তন ক্রিকেটারদের প্রায়শই অতীতের স্মৃতি হাতড়ে ব্যক্তিগত সাফল্যের স্মৃতিচারণ করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনই বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টুইটারে একটি পোস্ট করতে দেখা যায় যুবরাজ সিংকে।
২০১৭ সালের ১৯ জানুয়ারি কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে যুবরাজ ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সন্দেহ নেই ১৪টি ওয়ান ডে সেঞ্চুরির মধ্যে এই শতরানটি যুবির কাছে স্পেশাল। ১২৭ বলের সেই ইনিংসে যুবরাজ ২১টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Ranji Trophy: ‘আত্মতুষ্টির জায়গা নেই’, নক-আউটের টিকিট নিশ্চিত করেও সাবধানী বাংলা কোচ লক্ষ্মীরতন
ভারত সেই ম্যাচে ৬ উইকেটে ৩৮১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে এবং ১৫ রানের ব্যবধানে জয় তুলে নেয়। যুবির পাশাপাশি সেঞ্চুরি করেন মহেন্দ্র সিং ধোনিও। তিনি ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১২২ বলে ১৩৪ রানের মারকাটারি ইনিংস খেলেন।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে বাংলা? দেখুন পয়েন্ট টেবিল
৬ বছর পরে সেই একই দিনে যুবরাজ ভারত-ইংল্যান্ডের সেই ওয়ান ডে ম্য়াচটির স্মৃতি হাতড়ান সোশ্যাল মিডিয়ায়। সেই ম্যাচে শতরান করার পরে নিজের সেলিব্রেশনের কিছু ছবি টুইটারে পোস্ট করেন যুবি। ক্যাপশনে লেখেন, ‘কখনও হাল ছাড়তে নেই।’ হ্যাশট্যাগে যুবরাজ লেখেন Throwback Thursday ও This Day That Year।
যুবির এমন পোস্ট ভারতীয় ক্রিকেটপ্রেমীদর দুর্দান্ত এক জয়ের কথা স্মরণ করিয়ে দিলেও ধোনির অনুরাগীরা খুব একটা খুশি হতে পারেননি। কারণ, যুবরাজ নিজের টুইটে ধোনির কৃতিত্বকে স্বাকীর করেননি। যুবির পাশাপাশি ধোনিও সেঞ্চুরি করে ভারতকে সেই ম্যাচ জিততে সাহায্য করেছিলেন। তবে যুবরাজের পোস্ট করা কোনও ছবিতে বা ক্যাপশনের কোথাও ধোনি উপস্থিত ছিলেন না। তাই মাহির অনুরাগীরা এক্ষেত্রে দাবি করেন যে, ধোনিকেও কৃতিত্ব দেওয়া উচিত ছিল যুরবাজের। কেননা তিনি একা ম্যাচ জেতাননি সেদিন।
যুরবাজের এমন টুইটের প্রতিক্রিয়ায় কেউ স্পষ্ট লেখেন যে, ‘ধোনিকেও একটু কৃতিত্ব দিন।’ কেউ আবার এমনও ইঙ্গিত করেন যে, সৌরভের ব্যাচের ক্রিকেটার বলেই যুবরাজ ধোনিকে কৃতিত্ব দিতে চাননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here