ধোনিও ‘ক্যান্ডি ক্রাশ’ খেলেন? মাহির ভিডিয়ো ভাইরাল হতেই হু-হু করে হল ট্রেন্ড
মহেন্দ্র সিং ধোনিও কি ‘ক্যান্ডি ক্রাশ’ খেলেন? সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়কের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে আপাতত সেটাই মনে করছেন নেটিজেনদের একাংশ। তারপর থেকে তো টুইটারের ট্রেন্ডিং তালিকায় লাগাতার ‘ক্যান্ডি ক্রাশ’ (Candy Crush) থাকছে। শুধু তাই নয়, ‘ক্যান্ডি ক্রাশ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়িয়ে পড়ছে। একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে তো আবার মজা করে দাবি করা হয়েছে, ধোনিকে ‘ক্যান্ডি ক্রাশ’ খেলতে দেখা যাওয়ার পর মাত্র তিন ঘণ্টায় ৩৬ লাখ বার সেই গেম ডাউনলোড করা হয়েছে। যে টুইট ‘ক্যান্ডি ক্রাশ’-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে অনেকে ভুল করেও ফেলেছেন।
আরও পড়ুন: Dhoni-Jadeja celebration after winning IPL: IPL জিততেই জাদেজাকে কোলে তুলে নিলেন ধোনি, জাড্ডু বললেন ‘এই জয়টা MS-র জন্য’
বিষয়টা ঠিক কী হয়েছে?
রবিবার সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োটি কবে তোলা হয়েছিল, তা স্পষ্ট নয়। তাতে অবশ্য ভ্রূক্ষেপ করেননি নেটিজেনরা। ওই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিভিন্ন রকমের চকোলেট নিয়ে বিমানের মধ্যে দাঁড়িয়ে আছেন উড়ান সংস্থার ইন্ডিগোর এয়ার হোস্টেস। সেই চকোলেটের ট্রে নিয়ে ধোনির কাছে যান। ধোনিকে জানালার ধারের আসনে বসে থাকতে দেখা যায়। মাঝের আসন ফাঁকা ছিল। ধারের আসন বা অ্যাসাইলে সম্ভবত ধোনির স্ত্রী সাক্ষী বসে ছিলেন।
আরও পড়ুন: MS Dhoni’s IPL future: ২০২৪ সালের IPL-এ খেলবেন? সোজাসুজি উত্তর না দিয়েও অনেক কিছু বুঝিয়ে দিলেন ধোনি
ধোনির সামনে ওই এয়ার হোস্টেস চকোলেটের ট্রে রাখতেই যেন দোটানায় পড়ে যান চেন্নাইয়ের অধিনায়ক। মাথা নীচু করে কিছু ভাবতে থাকেন। তারপর একটি চকোলেটের প্যাকেট তুলে নেন। সেইসঙ্গে ধোনিকে একটি কাগজও দেন এয়ার হোস্টেস। তাতে ধোনিকে ‘ধন্যবাদ’-ও জানাতে দেখা যায়। তারপর কিছু বলতে থাকেন এয়ার হোস্টেস। ধোনিও হাসিমুখে কিছু বলতে থাকেন। এয়ার হোস্টেসের হাতে চকোলেটের ট্রে তুলে দেন। হাতে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন যে চকোলেটের একটি প্যাকেট থাকলেই হবে।
ওই ভাইরাল ভিডিয়োয় ধোনির সারল্য দেখে মজেছেন নেটিজেনরা। যিনি আইপিএলের পর আপাতত বিশ্রাম নিচ্ছেন। হাঁটুর অস্ত্রোপচারের পর নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। তারইমধ্যে কয়েকজন নেটিজেনের চোখে আবার অন্য একটি জিনিস চোখে পড়ে। ধোনির সামনে রাখা ট্যাব দেখে তাঁরা বলতে থাকেন, ‘ক্যাপ্টেন কুল’-ও কি তাহলে ‘ক্যান্ডি ক্রাশ’ খেলেন? সেরকম সুরেই এক নেটিজেন বলেন, ‘ক্যান্ডি (চকোলেট) খেতে-খেতে ‘ক্যান্ডি ক্রাশ’ খেলছেন ধোনি। হাহা।’ যদিও কেউ কেউ আবার দাবি করেন যে ধোনি মোটেও ‘ক্যান্ডি ক্রাশ’ খেলছেন না।
For all the latest Sports News Click Here