‘ধুলোকণা’-র পর স্টার জলসা ছেড়ে জি বাংলায় ফিরছেন মানালি, সঙ্গে আরও ৩ টলি-কন্যে
টিভি পাড়ায় এখন টিআরপি-র খেলা। ২ মাসের মাথাতেও বন্ধ করা হচ্ছে ধারাবাহিক। একের পর এক মেগা আসছে। খবর বলছে স্টার জলসা ছাড়লেন মানালি দে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘ধুলোকণা’ ধারাবাহিকে। ইন্দ্রাশীস রায়ের বিপরীতে কাজ করেন মানালি। লালন আর ফুলঝুরি হিসেবে ভালোই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। টিআরপি তালিকাতেও টপে থাকত এই মেগা। তবে এবার মানালিকে দেখা যাবে জি বাংলায়।
চার কন্যের গল্প নিয়েই জি বাংলায় নতুন মেগা আসতে চলেছে বলে খবর। যাতে মানালির সঙ্গে থাকছেন স্নেহা চট্টোপাধ্যায় আর বাসবদত্তা চট্টোপাধ্যায়। বাসবদত্তা দীর্ঘদিন দূরে আছেন ছোট পরদা থেকে। তিন বছর পর ফিরলেন সিরিয়ালের সেটে। অন্যদিকে, স্নেহাকে শেষ দেখা গিয়েছে লালকুঠি ধারাবাহিকে, যাতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রুকমা রায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়। স্নেহাকে দেখা গিয়েছে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজেও। আরও পড়ুন: প্রয়াত আরআরআর অভিনেতা রে স্টিভেনসন! শোকবার্তা পরিচালক রাজামৌলির
লুক সেট হয়ে গিয়েছে তিন অভিনেত্রীরই। বাসবদত্তা এক সংবাদমাধ্যমকে জানান, ‘সদ্য লুক সেট হয়েছে। তবে এখনই কিছু বলতে পারব না চরিত্র নিয়ে’। অন্যদিকে স্নেহা জানান, ‘ছোট পর্দায় নেগেটিভ চরিত্র করতে আর ভালো লাগছে না। এমন কিছু করতে চেয়েছিলাম যা দর্শক মনে প্রভাব ফেলবে। এখানে আমার চরিত্রটা একটু ঠোঁটকাটা, মুখরা স্বভাবের।’ আরও পড়ুন: সত্যিই ড্রাগ ওভারডোজ? মৃত্যুর ঘণ্টাকয়েক আগে বন্ধুদের নিয়ে হাউজ বারে পার্টি আদিত্য়র
![<p>স্নেহা, বাসবদত্তা, সৌমিলি, সোম্য। (বাঁ দিকে থেকে)</p> <p>স্নেহা, বাসবদত্তা, সৌমিলি, সোম্য। (বাঁ দিকে থেকে)</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/05/23/original/9b948052-bec0-4db3-8177-1faef3b6198a_1684817891484.jpg)
স্নেহা, বাসবদত্তা, সৌমিলি, সোম্য। (বাঁ দিকে থেকে)
ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে থাকার কথা রয়েছে সৌমিলি বিশ্বাসেরও। ধারাবাহিকে থাকার কথা রয়েছে ‘একেন’ ওয়েব সিরিজে কাজ করা সৌম্য বন্দ্যোপাধ্যায়েরও।
নতুন ধারাবাহিক আসার খবর পেয়েই একাংশের মনে ধারণা হয়েছে জি বাংলা এই সিরিয়ালকে রাখবে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে। টিআরপি তালিকায় গড়গড়িয়ে গাড়ি এগোচ্ছে এই মেগার। মাঝে মুকুট সিরিয়ালকে নিয়ে আশা হলে হালে পানি পাওয়া যায়নি।আপাতত সেখানে দেওয়া হয়েছে ইচ্ছে পুতুল-কে। কিন্তু তাতেও যে খুব একটা লাভ দেখবে স্টার জলসা তা মনে হচ্ছে না। এখন তাই ভরসা মানালি-বাসবদত্তা-স্নেহারাই। জুন থেকেই শ্যুটিং শুরুর কথা রয়েছে নতুন এই মেগার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here