ধুমধাম করে আরাধ্যার জন্মদিন পালন করলেন ঐশ্বর্য-অভিষেক, হাজির কারা কারা, দেখুন
দেখতে দেখতে ১১ বছর বয়স হয়ে গিয়েছে মেয়ে আরাধ্যা বচ্চনের। ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন বলিউডের তরকা দম্পতি ঐশ্বর্য রায় বচ্চন এবং অভিষেক বচ্চন। ১৬ নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন। এই বিশেষ দিনে মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে একটি ছবি পোস্ট করেন নীল নয়না সুন্দরী। মায়ের স্নেহের পরশে ভরা এই ছবি দেখেই মুগ্ধ নেটপাড়া।
আরাধ্য়া ১১ বছরে পা রাখতেই ধুমধাম করে জন্মদিন পার্টির আয়োজন করেছেন ঐশ্বর্য-অভিষেক। ইন্ডাস্ট্রির একাধিক নামী-দামী ব্যক্তিত্ব তাঁদের বাচ্চাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছেন পার্টিতে। দেখা গিয়েছে, ঐশ্বর্য এবং অভিষেক অনেক অতিথিকে বাড়ি ফেরার সময় পার্টি ভেন্যুর গেট পর্যন্ত ছাড়তে এসেছিলেন।
আরও পড়ুন: রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট! উদ্বেগে চিকিৎসকরা, এখন কেমন আছেন ঐন্দ্রিলা
পাপারাৎজ্জির অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃন্দা রায় (ঐশ্বর্যর মা)-কে ভেন্যুর নীচে গাড়ি পর্যন্ত ছাড়তে এসেছেন ঐশ্বর্য এবং অভিষেক। দুজনেই মায়ের হাত ধরে গাড়ি পর্যন্ত তুলে দিচ্ছেন। বৃন্দা রায়কে গাড়িতে তুলে দিয়ে মায়ের গালে আলতো চুমু এবং আলিঙ্গন করেন ঐশ্বর্য। জামাই অভিষেককেও আদর করে মাথায় চুমু খান শাশুড়ি মা।
এরপরই ঐশ্বর্য তাঁর মা বৃন্দাকে বলেন, ‘বাড়ি পৌঁছে আমাকে একটু জানিয়ে দিও।’ অনুষ্ঠানের জন্য ঐশ্বর্য সাদা সোয়েট শার্ট, কালো রঙের প্যান্ট এবং স্নিকার্স পরেছিলেন। অভিষেকে পরনে সাদা শার্ট, বেইজ প্যান্ট, সাদা স্নিকার্স এবং একটি নীল ক্যাপ বেছে নিয়েছিলেন। বৃন্দা একটি সবুজ শাড়ি পরেছিলেন।
অপর একটি ভিডিয়োতে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ দুই ছেলে রিয়ান এবং রাহিলকে সঙ্গে নিয়ে এদিন পার্টিতে হাজির হয়েছিলেন। ফেরার সময় তাঁদের বাড়ি গেট পর্যন্ত তাঁদের ছাড়তে আসেন ঐশ্বর্য। জেনেলিয়াকে আলিঙ্গন করেন তিনি।
স্বামী গোল্ডি বেহলের সঙ্গে এদিন পার্টিতে যোগ দেন সোনালি বেন্দ্রে। বান্টি ওয়ালিয়া, ভেনিসা পারমার তাঁদের বাচ্চাদের নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন। শ্বেতা বচ্চনকেও ভাইঝির জন্মদিন পার্টিতে যোগ দিতে বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বিয়ের চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য। মেয়ের জন্মের পর নিজের কেরিয়ার প্রায় জলাঞ্জলি দিয়েছেন অ্যাশ, কিন্তু এর জন্য বিন্দুমাত্র আফসোস নেই তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে।
For all the latest entertainment News Click Here