‘ধীরে ধীরে ওঁদের গুরুত্ব না দিতে শিখে গিয়েছি’, কাদের নিয়ে এমন মন্তব্য সানির
চলতি বছরে বিশেষ সাফল্য দেখেনি বলিউড। ভালো ব্যবসা করেছে হাতেগোনা কয়েকটি ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ সেই তালিকায় নিজের নাম সামিল করেছে। বক্স অফিসে ভাঁড়ার ভরলেও সমালোচক-মহলে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অর্থাৎ এই ছবি যে সকলেরই মনে ধরেছে, বিষয়টি মোটেই তেমন নয়। কিন্তু ‘রিভিউ’ বা সমালোচনা একটি ছবির ব্যবসার উপর কি আদৌ কোনও প্রভাব ফেলে? সম্প্রতি এই প্রশ্নই করা হয়েছিল অভিনেতা সানি দেওলকে।
২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সানির ‘চুপ: দ্য রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’। তারই প্রচারে গিয়ে ছবি সমালোচকদের নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অভিনেতা। তাঁর কথায়, ‘আমার মনে হয়, ওঁরা ওঁদের কাজ করছেন। অভিনেতা হিসেবে আমরা অভিনয় করি। একটি ছবি ভালো না খারাপ, সে বিষয়ে মতামত দেওয়াটাও ওঁদের কাজ। আমার যখন অভিনয় জগতে এসেছিলাম তখন সমালোচনা শুনে খুব সহজেই রেগে যেতাম, আবেগঘন হয়ে পড়তাম। কিন্তু ধীরে ধীরে বুঝেছি যে এই বিষয়গুলিকে এত গুরুত্ব দিতে নেই।’
সানি মনে করেন, একটি ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করবে, তা পুরোপুরি দর্শকের উপর নির্ভর করে। তাঁর কথায়, ‘আমার মনে হয় না যে দর্শকরা সমালোচনা পড়ে ছবি দেখতে যান। তাঁরা ট্রেলার দেখেন। তার পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে নেন।’
(আরও পড়ুন: ‘সমস্ত ধারার ছবিতে সফল ভাবে কাজ করেছেন’, বাবা ধর্মেন্দ্রকেই ‘আইডল’ মানেন সানি)
‘চুপ: দ্য রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’-এ সানির সঙ্গে কাজ করেছেন দুলকের সলমন, পূজা ভাট এবং শ্রেয়া ধনওয়ার্থির মত তারকারা। এই ছবির মাধ্যমে গুরু দত্ত এবং তাঁর কালজয়ী ‘কাগজ কে ফুল’-এর প্রতি পরিচালক আর বালকি-র শ্রদ্ধার্ঘ।
(আরও পড়ুন: আগুন লাগল রণবীরের লাভ রঞ্জনের সেটে, একটুর জন্য বাঁচল সানি দেওলের ছেলে!)
For all the latest entertainment News Click Here