ধারালো ব্লেডের পোশাক পরে উরফি, ‘তোমার ধারে কেটে যেতেও রাজি’, বললেন নেটিজেন
উরফি জাভেদ, এই নাম টুকুই এখন যথেষ্ট। তাঁর আর আলাদা কোনও পরিচয়ের প্রয়োজন নেই। বিগ বস ওটিটির ঘর থেকে দর্শকমহলে আলাদা করে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। এর আগে হিন্দি টেলি ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। এরপর নিজের অদ্ভুত ফ্য়াশন সেন্সের জন্য তাঁকে নিয়ে নেটিজেনের মধ্যে চর্চার শেষ নেই।
পুরনো জামাকাপড় দিয়ে ফ্যাশনেবল পোশাক তৈরি করে লাইমলাইটে আসেন উরফি। নিজের পোশাক নিজেই ডিজাইন করেন তিনি। অনেকেই উরফির ফ্য়াশন সেন্সকে ‘আন্তর্জাতিক লেভেলের’ বলে উল্লেখ করেছেন। নেটমাধ্যমে নতুন পোশাকে ভিডিয়ো শেয়ার করে এ বার সকলকে চমকে দিয়েছেন তিনি। ভাবছেন কেন?
আরও পড়ুন: কখনও বাণীর বুকে মাথা ঠেকিয়ে, কখনও কোমর ধরে কাছে টেনে ‘শামশেরা’র প্রচার রণবীরের
সম্প্রতি নেটমাধ্যমে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী। ভিডিয়োতে তিনি যে পোশাকটি পরে রয়েছে, তা সম্পূর্ণ ধারালো ব্লেড দিয়ে তৈরি। আর উরফির এই পোশাক দেখেই চক্ষু চরকগাছ নেটিজেনের। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘অন্তর্মুখী মানুষদের জন্য এই পোশাক সেরা। আমি বানিয়েছি।’ নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে উরফির এই ভিডিয়ো।
উরফিকে এই লুকে দেখে পোস্টে নানা রকমের মন্তব্য করেছেন অনুরাগীরা। এক নেটিজেনের মন্তব্য, ‘আউচ! উফ.. সত্যি নাকি?’ অপর একজন লিখেছেন, ‘হাহাহাহা অসাধারণ’। অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘তোমার ধারে কেটে যেতেও রাজি’। কেউ লিখেছেন, ‘সাবধানে!’
প্রসঙ্গত, সদ্য এই হিন্দি ছোট পর্দার অভিনেত্রী মুকুটে জুড়েছে নতুন পালক। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২২ সালে গুগলে সার্চ হওয়া সেরা ১০০ এশিয়ানের তালিকা। আর সেই তালিকায় ৫৭ তম স্থানে রয়েছেন উরফি জাভেদ। বলা ভালো, এই তালিকায় বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলেছেন বিগ বস ওটিটির এই প্রাক্তন প্রতিযোগী।
For all the latest entertainment News Click Here