ধারাবাহিকের পাশাপাশি থিয়েটারও করেন, ‘মেয়েবেলা’র ডোডো অর্পণের আসল পরিচয় জানেন
বাংলা সিরিয়ালে প্রধানত নায়ক-নায়িকাই মূল আকর্ষণ। তাঁদের ঘিরেই গল্প এগোয় ডেইলি সোপগুলির। জানুয়ারিতে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল প্রমুখ। ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন ডোডো ওরফে অর্পণ ঘোষাল।
স্টার জলসার দর্শকদের কাছে একেবারেই নতুন মুখ অর্পণ। যদিও ইন্ডাস্ট্রিতে কিন্তু এটাই তাঁর প্রথম কাজ নয়। এর আগেও ধারাবাহিক এবং ওটিটি সিরিজে অভিনয় করেছেন তিনি। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিক থেকে পরিচিত মুখ অর্পণ। তবে স্টার জলসাতে এটাই তাঁর প্রথম কাজ। আর প্রথম সুযোগেই কিস্তিমাত করেছেন তিনি। মৌ-ডোডোর জুটির রসায়ন দারুণ নজর কেড়েছে দর্শকদের। আলাদা করে নজর কেড়েছে অর্পণের অভিনয়।
আরও পড়ুন: বাবা ভিভিয়ান, মা নীনা, সৎ বাবা বিবেককে নিয়ে আবেগঘন পোস্ট ইনস্টায়, কী লিখলেন মাসাবা
তিন প্রজন্মের মেয়েদের নিয়ে এই ধারাবহিকের গল্প। উত্তর কলকাতায় মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। সিরিয়ালে রূপা গঙ্গোপাধ্যায়ের বউমার ভূমিকায় অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার। আর ছেলের চরিত্রে রয়েছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’ খ্যাত অর্পণ ঘোষাল।
ডোডো এবং মৌয়ের মধ্যে প্রেমের সম্পর্ক এখনও গড়ে না উঠলেও তাদের সম্পর্কটা দর্শকদের মন ছুঁয়েছে। সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ডোডো, পেশায় চিকিৎসক। মা এবং বাড়ির প্রতি ভীষণ দায়িত্বশীল সে। তাঁর জীবনের মায়ের প্রভাব বেশি। তবে টুইস্ট হচ্ছে, ডোডো কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়ে মৌয়ের পাশে থাকে। এভাবেই এগিয়েছে ধারাবাহিকের প্লট। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে দারুণ মানিয়েছে অর্পণকে মন্তব্য নেটিজেনের।
পর্দার বাইরে একটি নাট্যদলের সঙ্গে যুক্ত অর্পণ। থিয়েটারের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। একেবারে শূন্য থেকে শুরু করেছেন। কিছুদিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছ তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘হস্টেল ডেজ’। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে যদি থিয়েটার করে জীবিকা নির্বাহের সুযোগ থাকত, তাহলে হয়তো তিনি ক্যামেরার সামনে কাজ করতে না। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি থিয়েটারও চালিয়ে যাচ্ছেন তিনি।
For all the latest entertainment News Click Here