ধর্ষণে বাধা, স্টেডিয়ামের প্রায় ২৫ফিট উঁচু থেকে ফেলে দেওয়া হল বাস্কেটবল প্লেয়ারকে
ফের ক্রীড়াক্ষেত্রে ধর্ষণের ঘটনা। যার জেরে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৮ বছরের বাস্কেটবল প্লেয়ার। তিন বারের চেষ্টার গণধর্ষণের পর যুবতীকে ফেলে দেওয়া হয় স্টেডিয়ামের ছাদ থেকে। প্রায় ২৫ ফিট উপর থেকে পড়ে গিয়ে খুবই সঙ্কটজনক অবস্থা যুবতীর।
ধর্ষণে বাধা দিয়েছিলেন তিনি। যে কারণেই তাঁকে ছাদ থেকে ফেলে শাস্তি দেওয়া হয়। ঘটনাটি পঞ্জাবের মোগা জেলার। ঘটেছে ১২ অগস্ট। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, পঞ্জাবের মোগা জেলার তিন যুবক ১৮ বছরের বাস্কেটবল প্লেয়ারকে ধর্ষণের চেষ্টা করার পরে, তাঁকে স্টেডিয়ামের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ফলে শরীরের একাধিক জায়গায় ফ্র্যাকচার হয়েছে নিগৃহীতার। তাঁকে লুধিয়ানার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাদ থেকে ফেলে দেওয়ায় তাঁর পা এবং চোয়ালে ভয়ঙ্কর আঘাত পান ওই যুবতী।
আরও পড়ুন: ‘কথায় আর কাজে ফারাক’! বিলকিস বানো গণধর্ষণে দোষীদের জেলমুক্তি নিয়ে রাহুলের তোপ
পুলিশ সূত্রের খবর, তিন অভিযুক্তই পলাতক। নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাঁর মেয়ে অনুশীলনের জন্য মোগা স্টেডিয়ামে গিয়েছিল। অভিযুক্তদের মধ্যে যতীন কান্দা নামে পরিচিত একজন রয়েছেন। যিনি স্টেডিয়ামেই যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত যতীন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে আইপিসির ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৩৭৬ ধারা (ধর্ষণ)- সহ বেশ কয়েকটি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মোগা সিনিয়র পুলিশ সুপার গুলনীত খুরানা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
কিছু দিন আগে এক কিশোরী নিজের সম্ভ্রম বাঁচাতে বাস থেকে ঝাঁপ দিয়ে নিহত হন।তখনও খবরের শিরোনামে আসে পঞ্জাবের মোগা জেলা। এর আগেও কাজ দেওয়ার নাম করে পঞ্জাবের ভাতিন্দা থেকে নাবালিকাকে খরারে নিয়ে এসেছিল এক মহিলা। সেখানে একটি ফ্ল্যাটে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ বার ফের মোগাতে ঘটল আর এক ধর্ষণেক লজ্জাজনক ঘটনা। প্রশ্ন উঠেছে, পরপর এত ভয়ঙ্কর ঘটনা ঘটছে, প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না!
For all the latest Sports News Click Here