ধর্মেন্দ্রর সঙ্গে স্ত্রীর প্রেম! অন্য রণবীরকে চুমু আলিয়ার, কী বলছেন জাভেদ, নীতু?
২৮ জুলাই, শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে ছবির প্রিমিয়ারে ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন বহু তারকাই। ছবির প্রশংসাও করেছেন অনেকেই। ছবিতে আলিয়ার ‘ঠাকুমা’ ‘যামিনী’র ভূমিকায় অভিনয় করেছেন শাবানা আজমি। যিনি কিনা আবার বাস্তবে গীতিকার জাভেদ আখতারের স্ত্রী। শাবানা অভিনীত ছবিটি দেখতে গিয়েছিলেন জাভেদ আখতার নিজেও। স্ত্রীর অভিনীত এই ছবি দেখে কী প্রতিক্রিয়া দিলেন জাভেদ আখতার?
টুইটারে নিজের মতামত জানিয়ে জাভেদ আখতার লেখেন, ‘রকি অর রানি কি প্রেম কাহানি কি প্রেম কাহানি সাম্প্রতিক বছরগুলিতে আমার দেখা সবচেয়ে বিনোদনমূলক হিন্দি ছবিগুলির মধ্যে একটা৷ আপনি যদি হাসতে চান আবেগপ্রবণ হন, তাহলে এই ছবি অবশ্যই দেখা উচিত ৷’
আরও পড়ুন-Rocky Aur Rani Kii Prem Kahaani Review: বাঙালি বুদ্ধির কাছে হেরে ভূত পঞ্জাবির রক্ষণশীলতা! কতটা জমল রকি অউর রানির প্রেম?
প্রসঙ্গত, ছবিকে শাবানা আজমির সঙ্গে ধর্মেন্দ্রর পরিণতি না পাওয়া একটা সুন্দর প্রেমের গল্প রয়েছে। এদিকে বউমা আলিয়ার এই ছবি দেখতে প্রিমিয়ারে গিয়েছিলেন শাশুড়িমা নীতু কাপুরও। ছবি দেখে কী বলছেন নীতু? নীতু লিখেছেন, ‘ছবিতে সব অভিনেতারা দারুণ অভিনয় করেছেন, বিনোদনে পূর্ণ একটা ছবি। আলিয়া জ্বলজ্বল করছে, দেখতে সুন্দর লেগেছে।’ রণবীর সিং-আলিয়া ভাটের এই ছবিতে ৫ স্টার দিয়েছেন নীতু কাপুর।
![<p>নীতু কাপুরের রিভিউ</p> <p>নীতু কাপুরের রিভিউ</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/07/28/600x338/Screenshot_2023-07-28_062225_1690568559469_1690568606573.png)
নীতু কাপুরের রিভিউ
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখে ভিকি কৌশল লিখেছেন, ‘ছবির প্রতিটি অংশই ভালো লেগেছে। এক্কেবারেই বড় পর্দার জন্য তৈরিা পারিবারিক বিনোদনে পূর্ণ গল্প। আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে যান…মিস করবেন না। করণ জোহর আপনি একজন সত্যিকারের গুরু। আলিয়া ভাট, রণবীর সিং-এর দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রবীণ ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চনকে পর্দায় দেখতে কী ভালো লেগেছে। ছবির পুরো টিমের জন্য শুভেচ্ছা রইল।রকি
![<p>ভিকি কৌশলের রিভিউ</p> <p>ভিকি কৌশলের রিভিউ</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/07/28/600x338/Screenshot_2023-07-28_062728_1690568862548_1690568895467.png)
ভিকি কৌশলের রিভিউ
এদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখে প্রশংসায় ভরিয়েছেন অভিষেক বচ্চন, মালাইকা অরোরা সহ আরও অনেকে। বন্ধু করণ জোহরের এই ছবিরে ৫ স্টার দিয়েছেন গৌরী খান।
For all the latest entertainment News Click Here